সোশ্যাল মিডিয়া ডেস্ক

০৪ নভেম্বর, ২০১৯ ১৯:০২

মুশফিকদের সঙ্গে সাক্ষাতে আরবাজ খানের সেলফি

ছবি: ইনস্টাগ্রাম

বলিউড তারকা ও চিত্র প্রযোজক আরবাজ খান বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে তার সাক্ষাতে সেলফি তুলতে আগ্রহ প্রকাশ করেছেন বলে জানিয়েছে ইন্ডিয়া ডটকম।

সোমবার সকালে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে চমকে যান বলিউড তারকা ও চিত্র প্রযোজক আরবাজ খান। আজ সকালেই দিল্লি থেকে রাজকোটে রওনা হন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যরা। এর আগে ফ্লাইটে ওঠার জন্য অপেক্ষা করছেন সবাই। ঠিক তখনই সেখানে আসেন আরবাজ খান। রোববার রাতের স্মৃতি তখনো ভুলতে পারেননি। কারণ, অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট দলের ভারত সফরের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়। তাতে ভারতকে ৭ উইকেটে পরাজিত করেছে বাংলাদেশ।

ইন্ডিয়া ডটকম এক প্রতিবেদনে জানায়, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সব সদস্যকে কাছে পেয়ে তাদের সঙ্গে সেলফি তোলার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন আরবাজ খান। এরপর ছবিটি তিনি ইনস্টাগ্রাম ও টুইটারে পোস্ট করেছেন।

আরবাজ টুইটারে লিখেছেন, ‘দিল্লি বিমানবন্দরে বিজয়ী বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে দেখা হলো। সামনে আরও একটি উত্তেজনাপূর্ণ ম্যাচের প্রত্যাশায়।’

আরবাজ খান এখন ‘দাবাং থ্রি’ ছবিটি প্রযোজনা করছেন। ছবিতে অভিনয় করছেন সালমান খান।

বাংলাদেশের পরবর্তী টি-টোয়েন্টি ম্যাচ হবে ৭ নভেম্বর, রাজকোটে।

আপনার মন্তব্য

আলোচিত