হৃদয় শুভ, মৌলভীবাজার

২৪ ফেব্রুয়ারি , ২০২২ ১৯:৫১

ইউক্রেনে প্রবাসী বাংলাদেশিরা আতঙ্কে

ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন। পাল্টা জবাব দিচ্ছে ইউক্রেনও। এতে দুই পক্ষে এখন পর্যন্ত শতাধিক নিহতের খবর পাওয়া গেছে।

এদিকে, রাশিয়ার এই আক্রমণে আতঙ্কে রয়েছেন ইউক্রেনে বসবাসরত বাংলােশিরা। দেশে ফেরারও চেষ্টা করছেন অনেকে।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মনজুর হোসেন সজীব ইউক্রেনের পলথবা সিটিতে পরিবার নিয়ে বসবাস করেন।  ২০১৯ সাল থেকে তিনি সেখানে বসবাস করছেন৷

স্থানীয় বাংলাদেশীদের বর্তমান অবস্থা জানতে বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সজীবের সাথে কথা বলে সিলেটটুডে।

সজীব সিলেটটুডেকে বলেন, আমি যে শহরে আছি সেটা ছোট একটা শহর এখানে তেমন বাংলাদেশি নেই। তবে পাশের বড় বড় শহরগুলোতে অনেক বাংলাদেশি রয়েছেন৷ আজ সকালে আমার শহর থেকে ২৮ কিলোমিটার দূরের একটি শহরে বোমাবর্ষণ করা হয়েছে৷ এছাড়া ইউক্রেনের রাজধানী কিয়েভ ও বড় শহর ওদেসা, মিকোলেভ ও কারকভেও হামলা হয়েছে৷ ওই বড় শহরগুলোতে বাংলাদেশের অনেকে পড়াশোনা ও কাজের জন্য রয়েছেন৷

তিনি বলেন, সেখানে বসবাসরত বাংলাদেশিদের সাথে আমার কথা হয়েছে। আমরা সবাই তীব্র আতঙ্ক ও ভয়ে আছি৷ ইউক্রেন সরকারের পক্ষ থেকে আমাদের সবাইকে যার যার ঘরে অবস্থানে থাকার জন্য বলেছে। সব শহর ব্লক করে দেয়া হয়েছে৷ চাইলেও আমরা এখন ঘর থেকে বের হতে পারবো না৷

শ্রীমঙ্গল শহরের আরো কয়েকজন ইউক্রেনে থাকেন বলে জানিয়েছেন সজীব। তারা সবাইও তীব্র ভীতির মধ্য্ আছেন বলেও জানান সজীব৷

আলাপকালে সজীব আরো বলেন, বাংলাদেশের বিশেষ করে শ্রীমঙ্গলের যারা ইউক্রেন আছেন তাদের সাথে আমার যোগাযোগ হয়েছে। এখানে শিপন, রাহাত, মন্টু ভাই ও তাওহীদ আমার পরিচিত৷ তারা সবাই বড় বড় ভবনে বাস করেন৷ সরকার থেকে বলা হয়েছে সবাইকে খোলা স্থানে থাকতে। আমি তাদেরকে এই বিষয়টি জানিয়েছি৷ আমরা সবাই-ই একটি ভয়াবহ সময় পার করছি। সবাই আমরা একতাবদ্ধ থাকার চেষ্টা করছি কিন্তু আমরা আসলে জানি না যে ঠিক পরের মুহূর্তে কি ঘটবে৷

এদিকে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ইউক্রেনের পাশের রাষ্ট্র পোল্যান্ডের সীমান্ত খুলে দেয়া প্রসঙ্গে তিনি বলেন, আমি বাংলাদেশের গণমাধ্যমে দেখেছি পোল্যান্ড নাকি তাদের সীমান্ত খুলে দিয়েছে। কিন্তু বিষয়টি একদম সত্য নয়৷ ইউক্রেনের প্রধানমন্ত্রী সবাইকে নিজ নিজ অবস্থানে থাকার নির্দেশ দিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণও দিয়েছেন৷

সজীব আরো বলেন,আমরা তীব্র শঙ্কা ও ভয়ের মধ্যে থাকলে এখন পর্যন্ত আমি যতটুকু জানি বাংলাদেশি কেউ এখন পর্যন্ত হতাহত হন নি৷

বৃহস্পতিবার থেকে ইউক্রেনের উত্তর-পূর্ব সীমান্ত, ক্রিমিয়া ও রাজধানী কিয়েভে সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে রাশিয়া। পাল্টা প্রতিরোধের কথা জানিয়েছে ইউক্রেনও। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, এরই মধ্যে রাশিয়ার পাঁচটি যুদ্ধবিমান ও একটি হেলিকপ্টার ভূপাতিত করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত