নিজস্ব প্রতিবেদক

০৭ মে, ২০২২ ০০:৩০

টাওয়ার হ্যামলেটসে মেয়র হলেন লুৎফুর রহমান

যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচনে বাংলাদেশি অধ্যুষিত বারা টাওয়ার হ‌্যামলেটসে তৃতীয়বারের মতো বিজয়ী হয়েছেন লুৎফুর রহমান। তিনি ছিলেন আসপায়ার পার্টির প্রার্থী।

বৃহস্পতিবার (৫ মে) অনুষ্ঠিত নির্বাচনে শুক্রবার লন্ডনের সময় বিকালে ফলাফল ঘোষণা করা হয়।

প্রাপ্ত ফলাফলে দেখা গেছে ৪০ হাজার ৮০৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন লুৎফুর। য‌া মোট প্রদত্ত ভোটের ৫৪ দশমিক ৯ শতাংশ। নিকটতম প্রতিদ্বন্দী লেবার পার্টির জন বিগস পেয়েছেন ৩৩ হাজার ৪৮৭ ভোট।

১৯৬৫ সালে সিলেটে জন্ম নেওয়া লুৎফুর রহমান ২০১০ ও ২০১৪ সালে দুবার সরাসরি ভোটে টাওয়ার হ‌্যামলেটস বারার মেয়র নির্বাচিত হন।

এবার বাংলাদেশি কমিউনিটির একটি অংশ লুৎফুর রহমানের বিরোধিতায় সরাসরি মাঠে নামেন। টাওয়ার হ‌্যামলেটসের দুই লেবার দলীয় বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রোশনারা আলী ও আফসানা বেগমও লেবার পার্টির প্রার্থী বর্তমান মেয়র জন বিগসের পক্ষে ব‌্যাপক প্রচারণা চালান।

এরআগে ২০১৪ সালে দ্বিতীয়বার মেয়র নির্বাচিত হওয়ার পর নানা অনিয়মের অভিযোগে তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেয় দেশটির আদালত। নানা চড়াই উৎরাই পেরিয়ে আবারও তিনি ফিরলেন নতুন করে।

আপনার মন্তব্য

আলোচিত