সিলেটটুডে ডেস্ক:

০১ জানুয়ারি, ২০২৩ ১৮:২২

ইউরোপীয় ইউনিয়ন জাতীয়তাবাদী ঐক্য পরিষদ বড়লেখার কমিটি গঠন

‘অসহায় ও নির্যাতিত মানুষের কল্যাণে’ এই শ্লোগানকে ধারণ করে ইউরোপীয় ইউনিয়ন জাতীয়তাবাদী ঐক্য পরিষদ বড়লেখার ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

সম্প্রতি পর্তুগাল প্রবাসী সাইফুল আলম রাসেলকে সভাপতি এবং ফ্রান্স প্রবাসী আবুল কাসেমকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে ফ্রান্স প্রবাসী আব্দুল কাদিরকে সিনিয়র সহ সভাপতি, ফ্রান্স প্রবাসী ফয়েজ আহমদকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ফ্রান্স প্রবাসী আসুক আহমদ খাঁনকে সাংগঠনিক সম্পাদক, ইতালী প্রবাসী জুবের আহমদ স্বপনকে সাংগঠনিক সম্পাদক, ফ্রান্স প্রবাসী আলতাফ হোসেনকে ১ নম্বর সদস্য ও পর্তুগাল প্রবাসী আব্দুল ওয়াহিদ চৌধুরী দ্বিতীয় সদস্য রাখা হয়েছে।

কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে ইউরোপীয় ইউনিয়ন জাতীয়তাবাদী ঐক্য পরিষদ বড়লেখার সভাপতি সাইফুল আলম রাসেল জানান, ইউরোপীয় ইউনিয়নভুক্ত বিভিন্ন দেশে বসবাসরত বড়লেখা উপজেলার জাতীয়তাবাদী দলের আদর্শের সকল নেতৃবৃন্দের সমন্বয়ে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠনের মূল উদ্দেশ্য অসহায় ও নির্যাতিত মানুষের কল্যাণে কাজ করা।

আপনার মন্তব্য

আলোচিত