২৬ মার্চ, ২০২৩ ২২:০৩
ভারতের আসামে বাংলাদেশের সহকারী হাইকমিশন গুয়াহাটি মিশনের উদ্যোগে বাংলাদেশের ৫৩তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে সোমবার (২৭ মার্চ) দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
গুয়াহাটির খানাপাড়ায় হোটেল বিভান্তে সন্ধ্যা ৭টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আসাম সরকারের পরিবেশ ও বন, অ্যাক্ট-ইস্ট পলিসি অ্যাফেয়ার্স এবং সংখ্যালঘু বিভাগ কল্যাণের দায়িত্ব নিয়োজিত মন্ত্রী শ্রী চন্দ্র মোহন পাটোয়ারী। এছাড়া আসাম সরকারের বিভিন্ন উচ্চ পর্যায়ের কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিতি থাকতে আসামের গুয়াহাটিতে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার রুহুল আমিন আমন্ত্রণ জানিয়েছেন।
আপনার মন্তব্য