সিলেটটুডে ডেস্ক

২১ জুন, ২০২৪ ১৭:২৬

টিউলিপ সিদ্দিককে অস্কার বিজয়ী অভিনেত্রী এমা থম্পসনের সমর্থন

বৃটেনের হ্যাম্পস্টেড এবং হাইগেটের লেবার পার্টির প্রার্থী টিউলিপ সিদ্দিককে সমর্থন করেছেন অস্কার বিজয়ী অভিনেত্রী এমা থম্পসন।

টিউলিপ সিদ্দিক ৯ বছর ধরে এমপি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সাধারণ নির্বাচনে তিনি প্রার্থী হয়েছেন । আগামী ৪ জুলাই নির্বাচনে যদি লেবার পার্টি নির্বাচিত হয় তাহলে বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে প্রথম ব্রিটিশ মন্ত্রী হতে পারেন টিউলিপ সিদ্দিক। বর্তমানে ট্রেজারির শ্যাডো ইকোনমিক সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।

এদিকে ব্রিটেনের প্রথম মহিলা চ্যান্সেলর হতে যাচ্ছেন রাচেল রিভস। টিউলিপ সিদ্দিক ট্রেজারিতে রাচেল রিভসের টিমের অংশ। যুক্তরাজ্যের রাজনৈতিক ইতিহাস তৈরি করায় সকলের দৃষ্টি টিউলিপ সিদ্দিক ও রাচেল রিভসের দিকে।

আপনার মন্তব্য

আলোচিত