শাবুল আহমেদ, প্যারিস (ফ্রান্স) :

০৪ নভেম্বর, ২০২৪ ২৩:১৩

প্যারিসে বর্ণিল আয়োজনে শ্যামাপূজা ও দীপাবলি উদযাপন

প্যারিসে বর্ণিল আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শ্যামাপূজা ও দীপাবলি অনুষ্ঠিত হয়েছে।

 বৃহস্পতিবার (৩১ অক্টোবর)  দীপাবলি উদযাপন উপলক্ষে প্যারিসের বিভিন্ন মণ্ডপ আনন্দ-উচ্ছ্বাস আর ধর্মীয় আচার-অনুষ্ঠানে মুখরিত হয় ওঠে। ঢাকের বাদ্য, কাঁসার, ঘণ্টা, শঙ্খের আওয়াজ আর উলুধ্বনিতে মুখরিত হয় ওঠে পুজোপ্রাঙ্গণ, পাশাপাশি ছিল বিনোদনের ব্যবস্থা সংগীত পরিবেশন এবং প্রসাদ বিতরণী অনুষ্ঠান।

সন্ধ্যায় প্যারিসের উপকণ্ঠ লাকর্নভ-এ উৎসব মণ্ডপ পরিদর্শন করেন আইছা প্রধান উবায়দুল্লাহ কয়েছসহ বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত থেকে পূজার শুভেচ্ছা জানান ত্রিনয়নী কালচারাল এসোসিয়েশন প্যারিস'র সভাপতি মানিক চৌধুরী ঝন্টু,সাধারণ সম্পাদক লিটন দাস, কোষাধ্যক্ষ অসিত বরন তালুকদার  ও প্রচার সম্পাদক ঝলক দেব প্রমুখ।

১ নভেম্বরে মোট তিনটি পূজা অনুষ্ঠিত হয়েছে ত্রিনয়নী কালচারাল এসোসিয়েশন প্যারিস, বাংলাদেশ সর্বজনীন পুজা পরিষদ প্যারিস ও প্যারিস মহামায়া পূজা পরিষদ। চমৎকার সুন্দর পরিবেশ থাকায় মন্দিরগুলোতে মানুষের ঢল নেমেছিল।
দীপাবলীর মঙ্গলময় আলোয় সমস্ত অন্ধকার দূর হউক, জীবন হোক সুন্দর, সুস্থ এবং শান্তিময়। সমস্ত অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির উদয় হোক এই বার্তাই ছিল দীপাবলির মূলমন্ত্র।

আপনার মন্তব্য

আলোচিত