![সচিব পদমর্যাদা পেলেন শিল্পকলার মহাপরিচালক সৈয়দ জামিল](https://www.sylhettoday24.news/images/news/thumb/160056.jpeg)
১৩ মার্চ, ২০১৯ ১৭:৫৫
সিলেটে প্রদর্শিত হবে বর্তমান সময়ের বহুল আলোচিত জনপ্রিয় মঞ্চনাটক ‘হ্যাপিডেজ’।
নাট্যমঞ্চ সিলেট’র আয়োজনে গৌরবের ২৮ বছর পূর্তি উদ্যাপনের অংশ হিসেবে শুক্র ও শনিবার সন্ধ্যা ৭টায় রিকাবীবাজার কবি নজরুল অডিটোরিয়ামে নাটকটি প্রদর্শিত হবে।
স্যামুয়েল বেকেটের রচনা, শুভাশিস সিন্হা’র নির্দেশনায়, হৃৎমঞ্চ ও মণিপুরি থিয়েটার’র পরিবেশনায় ফরাসি দূতাবাস প্রযোজিত ‘হ্যাপিডেজ’ নাটকের অগ্রিম প্রবেশপত্র বৃহস্পতিবার ৬টা থেকে-রাত ৯টা পর্যন্ত অডিটোরিয়াম হল কাউন্টারে পাওয়া যাবে।
নাট্যমঞ্চ সিলেটের সভাপতি রজত কান্তি গুপ্ত এক বিবৃতিতে সিলেটের নাট্যমোদী সকল দর্শককে হ্যাপিডেজ নাটকটি দেখার বিনীত অনুরোধ জানিয়েছেন।
আপনার মন্তব্য