নিজস্ব প্রতিবেদক

১০ জানুয়ারি, ২০২০ ০১:৩৮

শিলচরে নাট্য উৎসবে লিটল থিয়েটারের ‘ভাইবে রাধারমন’

ভারতের আসাম রাজ্যের শিলচরে আজ (১০ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে কায়ানট নাট্য উসব। ৩ দিন ব্যাপী এ উৎসবের আয়োজন করছে শিলচরের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন কায়ানট। এতে 'ভাইবে রাধারমন' নিয়ে বাংলাদেশ থেকে অংশ নেবে লিটল থিয়েটার সিলেট।

আয়োজকরা জানান, শিলচরের রাজীব ভবনে শুরু হতে যাওয়া এ উৎসবে বাংলাদেশ এবং ভারতের ত্রিপুরা, আসাম ও পশ্চিমবঙ্গের ছয়টি নাট্যসংগঠন অংশ নেবে। প্রতিদিন দুটি করে নাটক প্রদর্শিত হবে। উৎসবের শেষ দিনে লিটল থিয়েটার মঞ্চায়ন করবে 'ভাইবে রাধারমন'।

লিটল থিয়েটার, সিলেটের নাট্যকর্মী দেবজ্যোতি দেবু জানান, বৈষ্ণব কবি রাধারম দত্তের জীবন ও কর্ম নিয়ে নির্মিত 'ভাইবে রাধারমন' লিটল থিয়েটারের ২৬তম প্রযোজনা। তানভীর নাহিদ খানের রচনা ও নির্দেশনায় নাটকির পরিকল্পনা ও প্রয়োগে রয়েছেন আব্দুল কাইয়ুম মুকুল। শিলচরে নাটকটির ১১তম মঞ্চায়ন হবে।

আপনার মন্তব্য

আলোচিত