সিলেটটুডে ডেস্ক

২৮ মে, ২০২০ ০২:৪১

মোদিকে নিয়ে মন্তব্য, ভারতে নোবেলের বিরুদ্ধে মামলা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে মন্তব্য করায় বাংলাদেশি কণ্ঠশীল্পী মাঈনুল আহসান নোবেলের বিরুদ্ধে ভারতে মামলা হয়েছে। নোবেল ভারতের জিবাংলার ‘সা রে গা মা পা’ অনুষ্ঠানে অংশ নিয়ে দুইদেশে জনপ্রিয়তা পেয়েছেন।

বিজ্ঞাপন

জি-নিউজ জানায়, নোবেলের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ত্রিপুরার দক্ষিণ জেলার বিলোনিয়া শহরের বাসিন্দা সুমন পাল। গত সোমবার নোবেলের বিরুদ্ধে মামলাকারী যুবক অভিযোগের একটি প্রতিলিপি পাঠান ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ হাইকমিশন ও আগরতলা জেলার পুলিশ সুপারের কাছে। ত্রিপুরার বিলোনিয়া থানায় মামলাটি দায়ের করা হয়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জন্য নোবেলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন অভিযোগকারী সুমন পাল। মামলা দায়েরের পর ত্রিপুরা পুলিশ বলেছে, 'ভারতে এলেই নোবেলকে গ্রেপ্তার করা হবে।'

আপনার মন্তব্য

আলোচিত