নিজস্ব প্রতিবেদক

১৮ জুন, ২০২০ ১৭:৫৪

❛জাতীয় বেয়াদবদের জন্যে❜ রবি চৌধুরীর গান

নব্বই দশকের শিল্পী রবি চৌধুরী ❛জাতীয় বেয়াদব❜ শিরোনামে নতুন একটি গান প্রকাশ করেছেন। সাম্প্রতিক সময়ে ভারতের টেলিভিশন চ্যানেলের রিয়েলিটি শো সা-রে-গা-মা-পা অনুষ্ঠানের বাংলাদেশি শিল্পী মাঈনুল আহসান নোবেলের কিছু মন্তব্যের প্রতিক্রিয়া এই গান গেয়েছেন তিনি।

গানের শুরুতেই রবি চৌধুরী বলেন, আমার এই গান ❛আধুনিক জাতীয় বেয়াদবদের জন্যে❜ যারা শিল্পী নামের কলঙ্ক। গানে রবি চৌধুরী বলেন, ❛❛কেউ কি আছেন ভাই, গুরুর কাছে গান শিখতে চাই। গানবাজনা শেখার সাথে আদবকায়দাও শিখতে চাই, এটার বড় অভাব তাই, আজকাল আর জাতশিল্পী নাই, আমি গুরুর কাছে গান শিখতে চাই।❜❜

গত ১৪ জুন রবি চৌধুরী তার ইউটিউব চ্যানেলে গানটি আপলোড করেছেন।

গান প্রসঙ্গে তিনি বলেন, এ গানের মাধ্যমে একটি মেসেজ দিতে চেয়েছি। যারা গুরুজনকে শ্রদ্ধা করে না তাদের জন্য আমার এই গান। গানটিতে অনেক শিক্ষণীয় বিষয় আছে। আশা করছি সবার ভালো লাগবে।

গানের গীতিকার ও সুরকার রবি চৌধুরী নিজেই। গানটির সংগীতায়োজন করেছেন অপু রায়হান। গানটির শুটিং হয়েছে হাতিরঝিলে।

ভিডিও :

আপনার মন্তব্য

আলোচিত