তাহিরপুর প্রতিনিধি

০১ মার্চ, ২০২০ ১৪:৩৩

ডিপজলকে দেখতে তাহিরপুরে জনতার ঢল

সুনামগঞ্জের তাহিরপুরে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছেন চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। তাকে রীতিমত ঢল নেমেছে স্থানীয় জনতার। জনতার চাপ সামলাতে পুলিশকেও হিমশিম খেতে হচ্ছে।

রোববার সকাল ১১টার দিকে তাহিরপুরে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নে বার হাল গ্রামে চেয়ারম্যান আবুল কাশেমের বাড়িতে আসেন ডিপজল।

জানা যায়, ডিপজল তাহিরপুরে আসছেন এই খবর কয়েকদিন ধরে এলাকায় ছড়িয়ে পড়ে। রোববার সকাল থেকে উৎসুক জনতা ভিড় জমান বাদাঘাট স্কুল মাঠে। সকাল ১১টায় বাদাঘাট স্কুল মাঠে এসে নামে ডিপজলকে বহনকারী হেলিকপ্টার। এসময় হাজার হাজার জনতা তাকে দেখা দেখা ও ছবি তুলার জন্য হুমড়ি খেয়ে পরে। এঅবস্থায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়।

উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেমের সাথে অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের আত্মীয়তা রয়েছে। চেয়ারম্যান আবুল কাশেমের বাড়িতেই বেড়াতে এসেছেন তিনি।

প্রিয় অভিনেতাকে দেখতে আসা জাকির হোসেন, মানিক মিয়াসহ কয়েকজন জানান, ডিপজলকে শুধু টিভি ও সিনেমা হলে গিয়ে দেখেছি, বাস্তবে দেখা হয় নি। আর ঢাকার গিয়ে তো আর দেখতে পারব না। তিনি এখানে আসায় সহজেই দেখতে পাওয়ার সুযোগ পেয়েছি।

এতো মানুষ দেখে অভিভুত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলও। তিনি বলেন, হাওর এলাকার মানুষের মাঝে আমার এতো জনপ্রিয়তা দেখে আমি নিজেও অবাক হয়েছি।

আপনার মন্তব্য

আলোচিত