০৬ মে, ২০২০ ১৫:৪৬
‘ওরু আদার লাভ’ সিনেমার গান ‘মানিক্য মালরায়া পুভি’তে মডেল হয়ে ভ্রু কাঁপিয়ে ভাইরাল হয়েছিলেন প্রিয়াপ্রকাশ ওয়ারিয়র। এবার সেই প্রিয়াপ্রকাশ নায়িকা হচ্ছেন। জানা গেলো এবার দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মহেশ বাবুর নায়িকা হতে চলেছেন প্রিয়া।
বিজ্ঞাপন
জানা গেছে, এই সিনেমাটি নির্মাণ করবেন নির্মাতা পরশুরাম। ছবিটির এখনো নাম চূড়ান্ত হয়নি। ভারতের লকডাউন উঠে গেলে এ সিনেমার শুটিং শুরু হবে। সম্প্রতি সিনেমায় মহেশ বাবুকে নায়ক হিসেবে চূড়ান্ত করেছেন। নায়িকা হিসাবে প্রিয়ার নাম শোনা যাচ্ছে।
একটি সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, নাম ঠিক না হওয়া এ সিনেমার জন্য প্রিয়াকে এখনো চূড়ান্ত করা হয়নি। চলছে প্রাথমিক আলাপ। সিনেমাটিতে কিয়ারা আদভানি ও কীর্তি সুরেশের অভিনয়ের গুঞ্জনও উঠেছে। এখন আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।
আপনার মন্তব্য