১১ মে, ২০২০ ০২:৪৪
করোনা ভাইরাসের কারণে আমেরিকান সংগীতশিল্পী জেনিফার লোপেজের ইতালির বিয়ের অনুষ্ঠান বাতিল করা হয়েছে। জেনিফার প্রাক্তন ক্রীড়াবিদ অ্যালেক্স রড্রিগেজকে বিয়ে করছেন। তাদের বিয়ের অনুষ্ঠান এই গ্রীষ্মে ইতালিতে আয়োজন করার কথা ছিল। এ মোতাবেক সবাইকে বলাও হচ্ছিল।
বিজ্ঞাপন
করোনা ভাইরাসের কারণে থমকে যায় আয়োজন। প্রায় তিনমাস অপেক্ষার পরও যখন দেখা গেলো পরিস্থিতি স্বাভাবিক হচ্ছেনা তখনই বিয়ের আয়োজন বাতিল করার সিদ্ধান্তের কথা জানালো জেনিফার।
পারিবারিক সূত্রের বরাত দিয়ে ‘ই-নিউজ’ জানায়, তারা কয়েক সপ্তাহ ধরে এই সিদ্ধান্ত নিতে দ্বিধায় ভুগেছেন। তবে অদূর ভবিষ্যতেও করোনাভাইরাস পরিস্থিতির উন্নতির সম্ভাবনা না থাকায় বিয়ের অনুষ্ঠান বাতিল করার মতো সিদ্ধান্তটা তাদের নিতে হয়েছে। অতিথিদের এরমধ্যেই এই বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে।
পারিবারিক সূত্রে আরও জানানো হয়, “তারা বিয়ের অনুষ্ঠানের জন্য নতুন তারিখের খোঁজে থাকলেও সেটাও তারা মাথা থেকে ঝেড়ে ফেলেছেন।”
আপনার মন্তব্য