স্পোর্টস ডেস্ক

০৫ নভেম্বর, ২০২৫ ১২:৫৭

লিভারপুলের কাছে হেরে গেছে রিয়াল মাদ্রিদ

চ্যাম্পিয়ন্স লিগ

ম্যাচের প্রথমার্ধে অনেকটাই একতরফা খেলল রিয়াল মাদ্রিদ। বল বেশিরভাগ সময়ই ছিল লিভারপুলের অর্ধে। কিন্তু দ্বিতীয়ার্ধে দারুণ গোলে ম্যাচ জিতেছে তারা রিয়াল মাদ্রিদের বিপক্ষে।

মঙ্গলবার রাতে অ্যানফিল্ডে লিভারপুলের জয় ১-০ গোলে। দলের পক্ষে একমাত্র গোল করেছেন ম্যাক অ্যালিস্টার। ম্যাচে এক গোল খেলেও পুরো ম্যাচে অসাধারণ খেলেছেন রিয়ালের গোলরক্ষক থিবো কোর্তোয়া।

পুরো ম্যাচে বল দখলে বেশ পিছিয়ে থাকলেও আক্রমণে আধিপত্য করে লিভারপুল। গোলের জন্য ১৭টি শট নিয়ে তারা লক্ষ্যে রাখতে পারে ৯টি। আর নিজেদের খুঁজে ফেরা রিয়ালের আট শটের কেবল দুটিই লক্ষ্যে ছিল।

চার ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে উঠেছে ইংলিশ চ্যাম্পিয়নরা। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে পঞ্চম স্থানে রিয়াল মাদ্রিদ।

চ্যাম্পিয়ন্স লিগে এই নিয়ে টানা দুইবার মাদ্রিদের দলটিকে হারাল লিভারপুল। অ্যানফিল্ডেই গত আসরের প্রাথমিক পর্বে তারা জিতেছিল ২-০ গোলে।

৬১তম মিনিটে কোর্তোয়ার দেয়াল ভাঙতে পারে লিভারপুল। ফ্রি কিক পেয়ে ডি-বক্সে দারুণ এক ক্রস বাড়ান সোবোসলাই, আর গতিময় হেডে অ্যানফিল্ডকে উচ্ছ্বাসে ভাসান আর্জেন্টাইন মিডফিল্ডার ম্যাক অ্যালিস্টার।

এই গোলেই জয় নিশ্চিত করে অল-রেডসরা।

আপনার মন্তব্য

আলোচিত