১৭ জুন, ২০২০ ১৩:৪৩
সিলেট জেলায় আরও ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। ঢাকা থেকে পাঠানো রিপোর্টে এই ২৬ জন আক্রান্তের বিষয়টি জানানো হয়।
বুধবার (১৭ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান।
বিজ্ঞাপন
তিনি জানান, ঢাকার ল্যাবে সিলেট জেলার আরও ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার রাতে ঢাকা থেকে এই রিপোর্ট আমাদের কাছে পাঠানো হয়।
এ নিয়ে সিলেট জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫৬৪ জনে। এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৩ জন এবং সুস্থ হয়েছেন ২১০ জন।
আপনার মন্তব্য