নিজস্ব প্রতিবেদক

১৫ জুন, ২০২০ ২২:৩৬

সমালোচনা অগঠনমূলক হলেও মামলা করা ঠিক না

ছবি: ফেসবুক

সমালোচনা অগঠনমূলক হলেও সেটা মামলা পর্যন্ত গড়ানো ঠিক না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার শাহ আলী ফরহাদ। তিনি বলেছেন, এধরনের ঘটনায় রাজনৈতিক সরকারের ক্ষতি হয়।

সোমবার (১৫ জুন) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেন- কারো কোনো কথা পছন্দ না হলেই ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা, এই অপসংস্কৃতি থেকে আমাদের বের হতে হবে।

শাহ আলী ফরহাদ লিখেন, কোনো রাজনীতিবিদের বিপক্ষে কেউ অসম্মানজনক কিছু লিখলে যত না ক্ষতি হয় তার থেকে অনেক অনেক বেশি ক্ষতি হয় ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা করলে। আর সেই ক্ষতি শুধু মামলা যে করে তার একার হয় না, পুরো রাজনৈতিক সরকারের হয়।

তিনি আরও লিখেন, আপনার পাড়া মহল্লার বিষয়ে উত্তর সরকারকে জেনেভা গিয়ে জাতিসংঘের সামনে দিতে হয়। একদম মিথ্যা কথা কেউ বললে অবশ্যই আইনি প্রক্রিয়া হওয়া উচিত। কিন্তু সমালোচনা, তা যতই অগঠনমূলক হোক না কেন, মামলা পর্যন্ত গড়ানো ঠিক না।

আপনার মন্তব্য

আলোচিত