সোশ্যাল মিডিয়া ডেস্ক

০৪ নভেম্বর, ২০১৯ ০২:০১

বাংলাদেশের ভারত বধে যা বলছেন গাঙ্গুলী-লক্ষণরা

টি-টোয়েন্টিতে নবম দেখায় ভারতের বিপক্ষে বাংলাদেশের জয় পাওয়ায় প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক ক্রিকেটার ও বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী। এছাড়াও ভিভিএস লক্ষণ ও হার্শা ভোগলে টুইটারে তাদের প্রতিক্রিয়ায় বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন।

রোববার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগেই তাই বায়ু দূষণ নিয়ে সাংবাদিক, সংগঠক, পরিবেশবিদদের মুখে কত কথা! এমনকি প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি বাতিলের দাবিও তোলেন কেউ কেউ। আর সবকিছু নিয়ে যেন দারুণ চাপে ভারতীয় ক্রিকেট বোর্ডের সর্বোচ্চ কর্তাব্যক্তি সৌরভ গাঙ্গুলী। মাত্র কদিন আগেই বিসিসিআই‘র সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন। তাঁরও প্রথম অ্যাসাইনমেন্ট ভারত-বাংলাদেশ সিরিজ।

ভেরিফাইড টুইটারের এক পোস্টে সৌরভ বলেন, 'এই কঠিন পরিস্থিতিতে ম্যাচটি খেলার জন্য বাংলাদেশ ও ভারত দুই দলেরই ধন্যবাদ প্রাপ্য।'

একইসাথে বাংলাদেশের প্রশংসা করতেও ভোলেননি তিনি। টি-২০তে ভারতের বিপক্ষে প্রথম জয়ের জন্য লেখেন, 'ওয়েলডান বাংলাদেশ'।

অবশ্য শুধু সৌরভ একাই নন ম্যাচ শেষে ভারতের কিংবদন্তি ক্রিকেটার, ধারাভাষ্যকাররাও বাংলাদেশকে অভিনন্দন জানানোর মিছিলে শামিল হয়েছেন। তাদের মধ্যে আছেন-ভিভিএস লক্ষণ, ইরফান পাঠান, আকাশ চোপড়া, হার্শা ভোগলেসহ আরও অনেকে।

ভিভিএস লক্ষণ টুইটারে লিখেন, অভিনন্দন বাংলাদেশ! অসাধারণ ব্যাটিং মুশফিকের।

এরপর নিজেদের দল নিয়ে লক্ষণ লিখেন, আমি নিশ্চিত ভারতের তরুণ এই দল এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নেবে এবং ফিরে আসবে ভালোভাবে।

প্রসঙ্গত, ৩ ম্যাচের টি-২০ সিরিজে ভারতকে ৭ উইকেটে হারিয়ে ১-০ লিডে এগিয়ে গেল টাইগারবাহিনী। এর আগে টি-২০তে আটবারের মুখোমুখি লড়াইয়ে ভারত ৮ বারই জয়ী হয়েছিল।

পরবর্তী ম্যাচগুলো আগামি ৭ ও ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে।

আপনার মন্তব্য

আলোচিত