১০ মে, ২০২০ ০১:৪৯
নভেল করোনাভাইরাসে আক্রান্ত সারা বিশ্ব। এই সময়ে এবার এসেছে মা দিবস। এই দিনে তাই আমাদের মা❜দের যত্ন নিতে অনুরোধ জানিয়েছেন বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব আল হাসান।
রোববার মা দিবসে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সাকিব এই অনুরোধ জানান।
সাকিব লিখেন, মায়েরা ছোটবেলা থেকেই আমাদের সর্বাত্মক যত্ন নিয়ে এসেছেন। আমাদেরকে ভালো-খারাপ, সতর্কতা এবং অসতর্কতার মধ্যে পার্থক্য করতে শিখিয়েছেন। করোনা ভাইরাসের এই মহামারী চলাকালীন সময়ে তাদের যত্ন নেয়া তাই আমাদের দায়িত্ব।
তিনি লিখেন, মনে রাখতে হবে, বয়সের কারণে তাদের করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই তাদের প্রতিনিয়ত মনে করিয়ে দেই সামাজিক দূরত্ব এবং পরিষ্কার পরিচ্ছন্নতার নিয়মগুলো মেনে চলার। এখন আমাদের দায়িত্ব তাদের সর্বাত্মক খেয়াল রাখার।
আপনার মন্তব্য