নিজস্ব প্রতিবেদক

২৭ জানুয়ারি, ২০১৫ ১৩:১৮

হঠাৎ ফেসবুক বিকল, অতঃপর চালু

হঠাৎ বিকল হবার ৪০ মিনিট পর চালু হয়েছে সামাজিক যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম ফেসবুক


সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক বাংলাদেশ ও ভারত থেকে ব্যবহার করা যাচ্ছিল না। বাংলাদেশ সময় মঙ্গলবার দুপুর সোয়া ১২টা থেকে ফেসবুকে প্রবেশ করা যাচ্ছিল না ।

মোবাইল নেটওয়ার্ক, ব্রডব্যান্ড নেটওয়ার্ক দিয়েও প্রবেশ করা যাচ্ছিল না । ওয়েবের পাশাপাশি মোবাইলে এপ্লিকেশনও কাজ না করায় উদ্বিগ্ন গ্রাহকেরা সিলেটটুডে২৪ডট কে ফোন করেন ।

খবর নিয়ে জানা গেছে , সার্ভারে সমস্যা থাকায় ফেসবুক কিছুক্ষণের জন্য বন্ধ ছিল ।


প্রযুক্তিবিদ দেবজ্যোতি চৌধুরী সিলেটটুডে২৪ডটকম কে বলেন - ডাটা সার্ভার কাজ না করায় এরকম হয়ে থাকতে পারে । তবে ফেসবুকের টেকনিক্যাল টীম অল্প সময়ের মধ্যেই এই সংকট কাটিয়ে উঠতে সক্ষম হয় ।

বাংলাদেশে ফেসবুকে কিছুক্ষণের জন্য ঢুকতে না পেরে অনেকে বিটিআরসি বন্ধ করেছে কিনা জানতে চান । তবে বিটিআরসি নয় ফেসবুকের টেকনিক্যাল সমস্যা থাকাতেই কিছুক্ষনের জন্য সাইটটি বন্ধ ছিলো ।

প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ এক প্রতিবেদনে জানিয়েছে, মালয়েশিয়ান হ্যাকার গ্রুপ লিজার্ড স্কোয়াড ফেইসবুক, ইনস্টাগ্রামসহ পাঁচটি সোশ্যাল নেটওয়ার্ক সাইট হ্যাক করার দাবি করেছে। এক টুইটে তারা এই দাবি জানায়।

 

 

 

আপনার মন্তব্য

আলোচিত