নিজস্ব প্রতিবেদক

০১ অক্টোবর, ২০২৫ ০০:৫৯

আজ থেকে সিলেট-জকিগঞ্জ-বিয়ানীবাজার সড়কে চালু হচ্ছে এসি বাস

সিলেটের সবচেয়ে দূরবর্তী উপজেলা সদর জকিগঞ্জ। শহর থেকে ৯১ কিলোমিটার দূরে জকিগঞ্জের অবস্থান। সিলেটের আঞ্চলিক সড়কগুলোর মধ্যে এটি অন্যতম একটি সড়ক।

এ সড়কের সিলেট-জকিগঞ্জ এবং সিলেট-বিয়ানীবাজার সড়কে আজ বুধবার (১ অক্টবর) থেকে শুরু হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাস সার্ভিস।  

জানা গেছে, সিলেট-জকিগঞ্জ সড়কে ৫টি উপজেলার যানবাহন চলাচল করে। উপজেলাগুলো হচ্ছে- দক্ষিণ সুরমা, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, বড়লেখা, কানাইঘাট এবং জকিগঞ্জ। কিন্তু গুরুত্বপূর্ণ এ সড়কে এসি বাস সার্ভিস ছিল না। অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে জকিগঞ্জ ও বিয়ানীবাজারের মানুষের।  বুধবার থেকে নিদ্রিষ্ট সময়ে এ দুটি উপজেলায় চালু হচ্ছে এসি বাস।        

সিলেট-জকিগঞ্জ ও সিলেট-বিয়ানীবাজার রোড বাস-মিনিবাস মালিক সমিতির সাধারন সম্পাদক আবুল কালাম জানিয়েছেন, আপাতত সিলেট-জকিগঞ্জ এবং সিলেট-বিয়ানীবাজার রোডে  চালু হচ্ছে এসি বাস সার্ভিস।

সিলেট থেকে জকিগঞ্জ উপজেলা সদরে ভাড়া ২৪০ এবং সিলেট থেকে বিয়ানীবাজার পর্যন্ত ১৭০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। মালিক সমিতির আওতাধীন মোট ৬টি এসি বাস চলবে।  

জানা গেছে, সিলেট থেকে জকিগঞ্জ সকাল ৭টা ৫০মিনিট, ১০টা ৫০ মিনিট, দুপুর ২টা, বিকেল ৪টা ২০ মিনিট এবং সন্ধ্যা ৬টায় ছাড়বে এসি বাস। আর জকিগঞ্জ বাজার থেকে সকাল সাড়ে ৭টা, সকাল পৌনে ৯টা, সাড়ে ১১টা, বেলা ২টা ২০ মিনিট এবং বিকেল ৫টায় ছাড়বে এসি বাস।

সিলেট-জকিগঞ্জ সড়কে সিলেট থেকে বাস ছাড়ার পর সড়কের বাজার, আটগ্রাম, কালিগঞ্জ, এবং বাবুর বাজারে কেবলমাত্র বাস থামিয়ে যাত্রী উঠানামা করবে।

আপনার মন্তব্য

আলোচিত