
০১ অক্টোবর, ২০২৫ ১৪:২৭
মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মো: মামুনুর রশিদ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বড়লেখা পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
দুর্গোৎসব উপলক্ষে তিনি পৌর এলাকার উদ্ধব ঠাকুরের আখড়া, কৃষ্ণ তরুণ সেবক সংঘ, হাটবন্দ রাধা-কৃষ্ণ মন্দিরসহ একাধিক পূজামণ্ডপ ঘুরে দেখেন।
পরিদর্শনকালে তিনি পূজার সার্বিক ব্যবস্থাপনা, নিরাপত্তা ও সেবাদান নিয়ে মণ্ডপ কমিটির সভাপতি ও সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি পূজা দেখতে আসা সনাতন ধর্মাবলম্বী ভক্তদের সঙ্গেও তিনি শুভেচ্ছা বিনিময় করেন এবং উৎসবের সার্বজনীনতার প্রশংসা করেন।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বড়লেখা পৌরসভার সভাপতি সঞ্জিত দেবনাথ, সাধারণ সম্পাদক উজ্জ্বল ঘোষ, সহ সভাপতি সুপ্রিয় দাস, সহ সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দেব প্রমুখ উপস্থিত ছিলেন।
এরআগে বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী, বড়লেখা থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান মোল্লা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলা সভাপতি আশু রঞ্জন দাস, সাধারণ সম্পাদক মহিম দে মদু প্রমুখ বড়লেখা পৌর এলাকার সকল মন্দির পরিদর্শন করেন।
আপনার মন্তব্য