নিজস্ব প্রতিবেদক

৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১৮:২৪

জামিন পেলেও ছাড়া পাননি বাসদ নেতা জাফর ও প্রণব

ভাঙচুরের মামলায় আদালত থেকে জামিন পেলেও কারাগার থেকে ছাড়া পাননি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) সিলেট জেলার আহ্বায়ক আবু জাফর ও সদস্যসচিব প্রণব জ্যোতি পাল।

তাদের অন্য দুটি মামলায় জেল হাজতে রাখা হয়েছে বলে জানা গেছে। তবে এভাবে আটকে রাখা বেআইনী বলছেন তাদের আইনজীবীরা।

অবৈধ ব্যাটারি রিকশা চালকদের পক্ষে আন্দোলনে নেমে গত শনিবার নগরের আম্বরখানা এলাকার নিজ কার্যালয় থেকে আটক হন বাসদ সিলেট জেলার আহ্বায়ক আবু জাফর ও সদস্যসচিব প্রণব জ্যোতি পাল। পরে যানবাহন ভাঙচুরের দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়।

এরপর সোমবার সকালে সিলেট মহানগর হাকিম আদালত-১ এর বিচারক মো. শরিফুল হক তাদের দুজনের জামিন মঞ্জুর করেন। সোমবার সকালে জামিন হলেও মঙ্গলবার বিকেল পর্যন্ত তারা কারাগার থেকে ছাড়া পাননি।

এ ব্যাপারে সিলেট কেন্দ্রিয় কারাগারের জেলার আরিফুর রহমান বলেন, দুই বাসদ নেতার বিরুদ্ধে আরও দুটি মামলা রয়েছে। একারণে ভাঙচুরের মামলায় জামিন পেলেও তাদের ছাড়া হয়নি।

তিনি বলেন, তাদের পরিবারের সদস্যদেরও বিষয়টি বুঝিয়ে বলা হয়েছে।

তবে এভাবে আটকে রাখা বেআইনী দাবি করে প্রণব ও জাফরের আইনজীবী রনেন সরকার রনি মঙ্গলবার বিকেলে বলেন, সোমবার সকালে জাফর ও প্রণবের জামিন মঞ্জুর করেছেন আদালত। নিয়ম অনুযায়ী সোমবার বিকেলেই কারাগার থেকে ছাড়া পাওয়ার কথা। কোন কারণে আদালতের আদেশ কারাগারে পৌঁছতে দেরি হলে মঙ্গলবার সকালে তারা ছাড়া পাওয়ার কথা। কিন্তু কারা কর্তৃপক্ষ তাদের মুক্তি দেয়নি।

তিনি বলেন, অন্য একটি মামলায় মঙ্গলবার দুপুরে তাদের গ্রেপ্তার চেয়ে আদালতে আবেদন করে পুলিশ। আদলেতের এই আদেশ সন্ধ্যার দিকে কারাগারে গিয়ে পৌছে। তার আগ পর্যন্ত মঙ্গলবার সারাদিন কোন আইনে তাদের কারাগারে আটকে রাখা হলো?

তিনি বলেন, আদালতের নির্দেশনা ছাড়া কারাগার কর্তৃপক্ষ কাউকে আটকে রাখতে পারে না। এটা বেআইনী।

আপনার মন্তব্য

আলোচিত