সিলেটটুডে ডেস্ক

০১ অক্টোবর, ২০২৫ ০০:১৭

জাফর ও প্রণবের বিরুদ্ধে মামলায় সিলেটের বিশিষ্ট নাগরিকদের উদ্বেগ, মুক্তি দাবি

বাসদ নেতা আবু জাফর, প্রণবজ্যোতি পালের বিরুদ্ধে একের পর এক মামলা ও গ্রেপ্তার ইস্যুতে সিলেটের বিভিন্ন শ্রেণি পেশার নাগরিকগণ উদ্বেগ প্রকাশ বরেছেন মঙ্গলবার (৩০সেপ্টেম্বর) সংবাদ মাধ্যমে দেয়া এ বিবৃতিতে তারা বিষয়টির সুষ্ঠু সমাধানে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

বিবৃতিতে তারা বলেন,'গত ২৭সেপ্টেম্বর ২৫ দুপুর আনুমানিকআড়াইটার দিকে কোন ধরণের গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই সম্পূর্ণ অগণতান্ত্রিক পন্থায় গ্রেপ্তার করা হয় বাসদ সিলেট জেলার আহ্বায়ক আবু জাফর, সদস্য সচিব প্রণব জ্যোতি পালকে। দুপুর বেলা হঠাৎই একদল পুলিশ সদস্য বাসদের কার্যালয়ে এসে নেতৃবৃন্দকে আলোচনা কথা বলে নিয়ে যান। শেষে তাদের গ্রেপ্তার দেখানো হয়।  তাদের দুটি পৃথক মাললায় গ্রেফতার দেখানো হয়। মামলার এজাহারে যে তারিখ, স্থান, কর্মসূচি এবং কর্মকান্ডের বিবরণ বিবৃত আছে, সে তারিখে এবং স্থানে অন্য একটি সংগঠন কর্মসূচি পালন করেছে। এর সাথে উক্ত নেতৃবৃন্দ এবং তাদের পরিচালিত সংগঠনের কোন সংযোগ নেই। উক্ত তারিখে আবু জাফর ঢাকায় 'বিলস'-এর বৈঠকে উপস্থিত ছিলেন।  এমনকি বাদী পক্ষের দায়ের করা মামলায় আসামির তালিকায়ও তাদের নাম উল্লেখ ছিল না। এই বিষয়গুলো আমলে নিয়ে ২৯ সেপ্টেম্বর আদালত থেকে তারা জামিন পান। এ সময় পর্যন্ত তাদের নামে আর কোন অভিযোগ বা মামলা ছিল না। নির্ধারিত সময়ে কারা ফটকে গেলে কর্তৃপক্ষ জানান নেতৃবৃন্দকে ছাড়া হবে না।  

বিবৃতিদাতারা বলেন, নির্ধারিত সময়ে আদালতের নির্দেশ অমান্য করে কারা কর্তৃপক্ষ তাদের মুক্তি না দেয়া এবং পরবর্তীতে আরো মামলা দায়ের ঘটনায় স্পষ্ট হয়ে যায় যে, উক্ত মামলা এবং গ্রেফতার সম্পূর্ণ হয়রানিমূলক। আমরা এই ঘটনায় অত্যন্ত উদ্বিগ্ন। পুলিশ প্রশাসন এবং কারা কর্তৃপক্ষের আচরণ আমাদের স্মরণ করিয়ে দেয় গত শাসনামলের বিরোধী রাজনৈতিক দলকে দমনের স্বৈরাচারী প্রক্রিয়ার কথা। আমরা অবিলম্বে নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করছি।'

'আমরা একই সাথে বলতে চাই, বিভিন্ন ইস্যুতে সমাজে মত ভিন্নতা থাকবে। ব্যাটারি চালিত রিকশা কিভাবে চলবে, কোথায় চলবে সে বিষয়েও ভিন্নমত আছে। পক্ষে-বিপক্ষের মতামত নিয়ে আলাপ-আলোচনা হবে। প্রত্যেকেই তার মত সরকার এবং জনগনের সামনে তুলে ধরবেন। কিন্তু গ্রেফতার এবং মামলা করে এ প্রক্রিয়াকে বাধাগ্রস্থ করা এবং ভিন্ন মতকে দমনের প্রেচাষ্টা আমরা লক্ষ্য করছি।'

বিবৃতিতে স্বাক্ষরকারী রাজনীতিবিদের মধ্যে রয়েছেন-  এডভোকেট বেদানন্দ ভট্টাচার্য (সাবেক সভাপতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জলা), এডভোকেট জাকির আহমেদ (সভাপতি, সিলেট মহানগর  এবং কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক, বাংলাদেশ জাসদ), সৈয়দ ফরহাদ হোসেন (সভাপতি, সিপিবি সিলেট জেলা),  খায়রুল হাসান (সাধারণ সম্পাদক, সিপিবি সিলেট জেলা), এডভোকেট আনোয়ার হোসেন সুমন (সাবেক সাধারণ সম্পাদক, সিপিবি সিলেট জেলা), সুশান্ত সিনহা সুমন (সদস্য, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন, কেন্দ্রীয় পাঠচক্র ফোরাম), এডভোকেট মহিতোষ দেব মলয় ( সমন্বয়ক, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন সিলেট জেলা), সঞ্জয় কান্ত দাস (সমন্বয়ক, বাম গণতান্ত্রিক জোট ও বাসদ (মার্কসবাদী) সিলেট জেলা), সিরাজ আহমেদ (সম্পাদক, বিপ্লবী কমিউনিস্ট লীগ,সিলেট জেলা), এডভোকেট রনেন সরকার রনি (সদস্য,বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন সিলেট জেলা),  উজ্জ্বল রায় (সাবেক আহ্বায়ক, বাসদ সিলেট জেলা),  নাজাত কবির ( সাধারণ সম্পাদক, সিলেট মহানগর, বাংলাদেশ জাসদ),  ডাঃ হরিধন দাস(সদস্য, বিপ্লবী কমিউনিস্ট লীগ)।

আইনজীবীদের মধ্যে রয়েছেন- তাপস ভট্টাচার্য, হুমায়ুন রশীদ সোয়েব, মনির আহমেদ, মনির হেলাল, উজ্জ্বল রায়, নিরঞ্জন দাস খোকন, বিদ্যুৎ দাস বাপন, সমর বিজয় সী শেখর, দেবব্রত চৌধুরী লিটন, নিতু কান্ত দাস, ইদি আমিন লিওন, আয়কর আইনজীবী মুখলেছুর রহমান।

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মধ্যে রয়েছেন- অধ্যাপক আবুল কাশেম, শিক্ষক, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, স্থপতি স্থপতি রাজন দাস, স্থপতি প্রসেনজিৎ রুদ্র।

সাংস্কৃতিক নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন- প্রদীপ দেব রায় সভাপতি উদীচী সিলেট জেলা, নাজিকুল ইসলাম রানা (আহবায়ক, চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেট জেলা), দ্রেবব্রত পাল মিন্টু, সাধারণ সম্পাদক উদীচী সিলেট জেলা, অরুপ বাউল, (নগরনাট,সিলেট), বিমান তালুকদার, (সম্পাদক, মেঠোসুর)।

সাংবাদিকদের মধে্য রয়েছেন- উজ্জ্বল মেহেদী, আশরাফুল কবীর, চয়ন চৌধুরী, দেবাশীষ দেবু ও সজল ছত্রী।

চিকিৎসকদের মধ্যে রয়েছেন- বিদিতা মন্ডল

নারী নেত্রী  মাছুমা খানম, সভাপতি, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, সিলেট জেলা

ব্যাবসায়ী নেতা  জুবায়ের চৌধুরী সুমন।

নাগরিক সমাজের প্রতিনিধিদের মধ্যে রয়েছেন- আব্দুল করিম কিম (সমন্বয়ক) সংক্ষুব্ধ নাগরিক আন্দোলন, সিলেট, রেজাউল কিবরিয়া পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাষ্ট, সিলেট, আলমগীর আলম সাহান, রাজিব চৌধুরী (প্রকাশক, চৈতন্য)।

আপনার মন্তব্য

আলোচিত