
০১ অক্টোবর, ২০২৫ ১৪:২৩
সিলেট-জকিগঞ্জ-বিয়ানীবাজার রোডে আরামদায়ক এসি ব্যবস্থার নতুন “আইকনিক এক্সপ্রেস” বাস সার্ভিস চালু হয়েছে। আজ বুধবার সকাল থেকে যাত্রীরা সিলেট, জকিগঞ্জ ও বিয়ানীবাজারের মধ্যে নিরাপদ ও আরামদায়ক পরিবহনে যাতায়াত করতে শুরু করেন।
নতুন এই সার্ভিসের সময়সূচি নিশ্চিত করেছেন জকিগঞ্জ-সিলেট মটর মালিক সমিতির সেক্রেটারি সাইফুর রহমান চৌধুরী মুফতি।
সময়সূচী:
সিলেট → জকিগঞ্জ: সকাল ৭:৫০, ১০:৫০, দুপুর ২:০০, বিকাল ৪:২০ ও ৫:০০
জকিগঞ্জ → সিলেট: সকাল ৭:৩০, ৮:৪০, ১১:৩০, দুপুর ২:২০, বিকাল ৫:০০
সিলেট → বিয়ানীবাজার: সকাল ৭:৪৫, ১১:০০, দুপুর ২:০০, বিকাল ৪:৩০, ৭:০০
বিয়ানীবাজার → সিলেট: সকাল ৮:০০, ৯:০০, ১১:১০, দুপুর ২:০০, বিকাল ৫:০০
যাত্রী সুবিধার্থে মোবাইলের মাধ্যমে বিকাশে পেমেন্ট দিয়ে টিকেট সংগ্রহের সুবিধাও থাকবে।
কাউন্টার যোগাযোগ নম্বর:
সিলেট বাস টার্মিনাল: ০১৩৪৫ ৬২৩৪৭০
অভারব্রীজের নীচ (বান্দ) কাউন্টার: ০১৩৪৫ ৬২৩৪৭১
জকিগঞ্জ কাউন্টার: ০১৩৪৫ ৬২৩৪৭২
বিয়ানীবাজার কাউন্টার: ০১৩৪৫ ৬২৬৫৯৭
স্টপেজ:
জকিগঞ্জ রুট: সিলেট → সড়কবাজার → আটগ্রাম → কালিগঞ্জ → বাবুরবাজার → জকিগঞ্জ
বিয়ানীবাজার রুট: সিলেট → চারখাই → দুবাগ → বিয়ানীবাজার
নতুন এই সার্ভিস পরিচালনা করছে সিলেট-জকিগঞ্জ-বিয়ানীবাজার বাস ও মিনিবাস যৌথ মালিক সমিতি, যা যাত্রীদের জন্য নিরাপদ, আরামদায়ক এবং সময়োপযোগী পরিবহন নিশ্চিত করছে।
আপনার মন্তব্য