গোয়াইনঘাট প্রতিনিধি

০২ অক্টোবর, ২০২৫ ০০:১০

দিলদার হোসেন সেলিমের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চাই: জেবুন্নাহার সেলিম

সিলেট-৪ আসনের সাবেক এমপি দিলদার হোসেন সেলিমের স্ত্রী জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট জেবুন্নাহার সেলিম বলেছেন- প্রয়াত এমপি দিলদার হোসেন সেলিমের অসমাপ্ত কাজ সমাধান করতে চাই, এজন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের দাবি অনুযায়ী নিজকে অবহেলিত এ জনপদে ধানের শীষের প্রার্থী হিসাবে প্রার্থীতা করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আপনাদের আবেগ আর ভালবাসায় আমি অভিভূত, আমি এই ঋন কখনও শোধ করতে পারব না, দিলদার হোসেন এর জীবনসঙ্গী হিসাবে আমি কাজ করার কৌশল তারই কাছ থেকে আয়ত্ব করেছি, মানুষের প্রতি তার ভালোবাসা আর উন্নয়ন শুধু আমাকেই নয় প্রেরনা দেয় এ জনপদের মানুষকে।

তিনি আরও বলেন, বিশ্বাস করুন আমি অন্য কোন উদ্দেশ্যে নিয়ে প্রার্থী হতে চাই না, আমি আসতে চাই আপনাদের সেবক হয়ে, আপনাদের নেতা সেলিমের মত আমি বাঁচতে চাই আপনাদের মাঝে। টানা ১৭ বছর ধরে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। ফ্যাসিস্ট শেখ হাসিনা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। গুম-খুন আর মানুষ হত্যার মধ্য দিয়ে তার গদি টিকিয়ে রেখেছিল।

সিলেট-৪ আসনকে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখার অঙ্গিকার জানিয়ে এডভোকেট জেবুন নাহার সেলিম আরও বলেন, দল যাকে মনোনয়ন দিবেন আমরা তার হয়েই কাজ করবো। দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে আমি দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নসহ জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জ উপজেলাকে মাদক ও সন্ত্রাসমুক্ত করার আপ্রাণ চেষ্টা করবো এবং আপনাদের প্রিয় নেতা, সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিমের স্বপ্ন বাস্তবায়নে তার রেখে যাওয়া অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করতে চাই, সেই সাথে আপনাদের সহযোগিতায় এই এলাকার যোগাযোগ, চিকিৎসা ও শিক্ষা ক্ষেত্রকে এগিয়ে নিতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব।

তিনি মঙ্গলবার (১ অক্টোবর) স্থানীয় বিএনপি আয়োজিত মতবিনিময়, দোয়া মাহফিল ও তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমান এর সভাপতিত্বে - জৈন্তাপুর উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক মাশুক আহমদ এর পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম এ মতিন, জেলা বিএনপির নেতা সাবেক চেয়ারম্যান এবিএম জাকারিয়া, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, জেলা বিএনপির নেতা আরিফ ইকবাল নেহাল, বিএনপি নেতা ইন্তাজ আলী চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান এম রহিম, হাজী ফখরুল ইসলাম, হোসন আহমদ, জেলা যুবদলের সহ সভাপতি গোলাম কিবরিয়া ছাত্বার, জেলা যুবদলের নেতা আব্দুল হাসিম, দুলাল আহমদ, শ্রমিকদল নেতা শরীফ উদ্দিন, আব্দুস সালাম, গোয়াইনঘাট উপজেলা সেচ্ছাসেবদলের আহব্বায়ক আহমদ হুমায়ুন জামাল, গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মমিনুল হক, বিএনপি নেতা আবুল কালাম আজাদ, গোয়াইনঘাট কলেজ ছাত্র দলের সভাপতি জাহাঙ্গীর আলম, যুবদল নেতা মিজানুর রহমান হেলোয়ার,এম এ মান্নান, আব্দুর রহমান মেম্বার, দেলোয়ার হোসেন, এনামুল হক, মধ্য জাফলং ইউনিয়ন ছাত্র দলের সভাপতি কামরুল ইসলাম, ছাত্রদল নেতা আরিফুল ইসলাম প্রমুখ। শুরুতেই কোরআন তেলওয়াত করেন বিএনপি নেতা ডাক্তার নূর মোহাম্মদ। এ সময় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বক্তব্য রাখেন ও বিভিন্ন স্তরের কয়েক সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভার শুরতেই বেগম খালেদা জিয়ার সুস্থতা, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের দীর্ঘায়ু, আরাফাত রহমান কোকো ও সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম এর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পরবর্তীতে জেবুন নাহার সেলিম উপস্থিত দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের হাতে তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট তুলে দেন।

আপনার মন্তব্য

আলোচিত