স্পোর্টস ডেস্ক

২৯ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:৩৩

এসিসির প্রেসিডেন্ট পাকিস্তানি, তাই এশিয়া কাপের ট্রফি নেয়নি ভারত

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বর্তমান প্রেসিডেন্ট পাকিস্তানি; তাই শিরোপা জিতলে তার হাত থেকে পুরস্কার গ্রহণ করেনি ভারত দল।

"লেডিস এন্ড জেন্টেলম্যান, আমি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে জানাচ্ছি যে ভারতীয় ক্রিকেট দল আজ রাতে তাদের পুরস্কার গ্রহণ করবে না। তাই ম্যাচ-পরবর্তী প্রেজেন্টেশন এখানেই শেষ হলো।" এশিয়া কাপ ফাইনাল শেষের প্রায় ১ ঘন্টা পর দুবাই স্টেডিয়ামে এভাবেই ঘোষণা করেন টিভি অ্যাংকর সাইমন ডুল।

যেটা শংকা ছিল তাই হয়েছে। ভারত এসিসির পাকিস্তানি প্রেসিডেন্ট মহসিন নাকভির হাত থেকে এশিয়া কাপ ট্রফি নিতে রাজি হয়নি।

যদিও নাকভি ও বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম মিলে পাকিস্তানিদের তাদের ট্রফিগুলো দিয়েছেন।

পরে কাল্পনিক ট্রফি হাতে সূ্র্যকুমার সতীর্থদের সাথে উদযাপন করেছেন, যা খেলাধুলার ইতিহাসে প্রথমবারের মতো ঘটলো।

নাকভি যখন মাঠে ডায়াসে উঠলেন, তখন তাকে জানানো হয় যে যদি তিনি ট্রফি হস্তান্তর করার চেষ্টা করেন, তবে ভারতীয় দল তা গ্রহণ করবে না এবং একটি আনুষ্ঠানিক প্রতিবাদ দায়ের করা হবে। নাকভি অপেক্ষা করছিলেন, তখন হঠাৎ আয়োজনকারীদের একজন ট্রফি নিয়ে ভারতীয় ড্রেসিং রুমে চলে গেলেন।

পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে তিনটি ম্যাচ জুড়ে হাত না মিলানো এবং প্রথাগত ট্রফি ফটোশুটে অংশ না নেওয়ার পর, ভারতীয় দল ইতিমধ্যেই এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে ইঙ্গিত দিয়েছিল যে তারা ট্রফি গ্রহণ করবে না।

ফাইনাল ম্যাচ শেষ হওয়ার এক ঘন্টা পার হলেও পাকিস্তানি খেলোয়াড়রা ড্রেসিং রুম থেকে বের হননি, ফলে শুধুমাত্র তাদের চেয়ারম্যানই সেখানে আটকে পড়েছিলেন এবং বিব্রত বোধ করছিলেন।

প্রায় ৫৫ মিনিট পর, সালমান আগা এবং তার দলসঙ্গীরা অবশেষে বের হন এবং তাদের জন্য উঁচু কণ্ঠে ধ্বনিত হলো "ইন্ডিয়া, ইন্ডিয়া।"

আপনার মন্তব্য

আলোচিত