
প্রকাশিত: ২০২৩-০৫-১০ ১১:২১:৩৭
সুনির্মল সেন:
কলকাতার জোড়াসাঁকোতে
জন্ম নিলেন রবি,
তখন কি কেউ ভেবেছিলো
রবীন্দ্রনাথ হবেন বিশ্বকবি।
যেদিন রবি জন্ম নিলে
মানব ধরার বুকে,
পৃথিবীর মুখ উজ্জ্বল হলো
তোমার মুখটি দেখে।
শ্রদ্ধা জানাই তোমায় প্রভু
কবিশ্রেষ্ঠ কবিদেরই গুরু,
রবির নামেই শেষ সবি
রবির নামেই শুরু।
তোমায় পেয়ে ধন্য জাতি
ধন্য মানব ধরা,
জীবন গেলো কষ্ট দুঃখে
মৃত্যু কালে সকল হারা।
জল পড়ে পাতা নড়ে
রবির প্রথম লেখা,
কলম তুলি কাব্য উপন্যাস
আরও ছবি আঁকা।
বাল্যকালে পিতার সাথে
গিয়েছিলে তারাপিঠে,
ভবিষ্যৎবাণী করলেন বাবা
বিশ্ব কবি হবেই বটে।
ভুল পথে চলেছে যারা
তাদের করলে আলোকিত,
রবি তোমায় প্রণাম জানাই
জনমদিনে শ্রদ্ধা নিবেদিত।
রবি ছিলেন রবি আছেন
বিশ্ব সাহিত্যে অবদান তোমার,
সোনার বাংলা পুণ্য হলো
রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বের সবার।
আপনার মন্তব্য