প্রকাশিত: ২০২৪-০৪-২০ ০০:১০:১৭
নিজস্ব প্রতিবেদক:
সংগীতশিল্পী ও গীতিকার মতিউর রহমান হাসান ওরফে পাগল হাসান গত বৃহস্পতিবার সকালে ছাতক-দোয়ারাবাজার সড়কের সুরমা সেতুর টোলকেন্দ্রের পাশে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তার মৃত্যুতে শোকাহত দেশের সাংস্কৃতিক অঙ্গনসহ সকল শ্রেণিপেশার মানুষ।
পাগল হাসান নামে খ্যাতি পাওয়া এই শিল্পী সুনামগঞ্জের সন্তান। সুরকার, গীতিকার ও কণ্ঠশিল্পী হিসেবে সংগীতাঙ্গনে পরিচিতি ছিল তার। শ্রোতাদের মধ্যেও ছিল জনপ্রিয়তা। তার লেখা গান দেশের অনেক জনপ্রিয় কণ্ঠশিল্পী গেয়েছেন।
তার একাধিক শ্রোতাপ্রিয় গান রয়েছে। এর মধ্যে আসমানে যাইও না রে বন্ধু, জীবন খাতা, আমি জ্বইলা মরি উল্লেখযোগ্য।
‘পাগল হাসান’-কে নিয়ে গান লিখেছেন নাট্যকার, গীতিকার ও প্রকাশক সুফি সুফিয়ান।
সুফি সুফিয়ান লিখেন:
মাওলার দেশে গেছো রে বন্ধু ছাইড়া স্বজন-ঘর
তাঁর পিরিতে মিশাই রাইখো অন্তরে অন্তর
যেমন কইরা চাইতা রে বন্ধু চাইতা যেমন করে
খোদায় যেন যত্নে রাখেন তাহারই অন্তরে
ও বন্ধু রে
ঝিঝির মনে নাই রে আলো চউখে তোমার শোক
কী মায়া লাগাইয়া রে বন্ধু হইছো অচিন লোক
মায়ার কায়া রাখলা রে বন্ধু এই জমিনের চরে
খোদায় যেন যত্নে রাখেন তাহারই অন্তরে
ও বন্ধু রে
তোমার কথা তোমার সুরে মন করি না ভারি
আমরাও তো আসব একদিন তোমার বন্ধুর বাড়ি
মনের মতন গান শোনাইয়ো বলতা যেমন করে
খোদায় যেন যত্নে রাখেন তাহারই অন্তরে
ও বন্ধু রে
ক্ষমা চাইতা ফানা চাইতা বলতা নিজেই পাপি
কে গোনাগার কোন বাটখারায় বলো কারে মাপি
যতই শুনি আত্মার ধ্বনি পরান নাহি ভরে
খোদায় যেন যত্নে রাখেন তাহারই অন্তরে
আপনার মন্তব্য