তলিয়ে যাওয়ার আগে

 প্রকাশিত: ২০২৪-১১-২৮ ০৭:৫১:২৪

মাসুদ পারভেজ:

একটু একটু করে তলিয়ে যাওয়ার আগের কথা বলি-
ভেসে আসা মুখপানে অবিরাম বুনন
কার্নিশে কার্নিশে পায়ের আওয়াজ
ভেসে আসা ইথারে কান পেতে থাকা অবিরাম

হাওয়ায় হাওয়ায় উড়তে থাকা অশরীরী আবেশ
সন্দেশে লেগে থাকা বিষাদী যাপন
আর উচ্ছন্নে যাওয়ার সুবিশাল আয়োজন
সিঁথিকাটা চুলে হাত বুলানো পরশ

নেমে আসা ভোরে রাতের ভয়, উবে যায় সকালী-আলোয়
আলসে রোদে ভেসে আসা দুপুরের ভাতঘুম
বিকাল ডাক রেখে যায় সন্ধ্যার মেঘমলে

তোমার কথা ভাবি, ভাবি নিজেই তলিয়ে যাই হরহামেশাই
এ-বেলায় দিনাতিপাত করি অবেলার গল্পে
কাটছে সময় অথচ দূরে থাকা জীবনের যাপন
গান গেয়ে যাই বেসুরো গলায়

আমরা তলিয়ে যাই, যেন যাওয়াটাই আমাদের নিয়তি
আমাদের যেতে যেতে বিকেল হয়, ফিরতে ফিরতে রাত
ফিরে এসে দেখি সব বেহাত

তবুও,এই জীবনের যাপন আমাদের আচ্ছন্ন করে রাখে
এই দুই পয়সার পুঁটলি হাতছাড়া করতে পারি না
আমাদের না আছে প্রেমিক, না আছে প্রেম
আমাদের না আছে ভোর, না আছে সন্ধ্যা
আমাদের জীবনে কেবলি রাত বাড়ে

আমাদের অন্দরমহলে অন্ধকার বিরাজমান
ঘুটঘুটে আঁধারে আমরা নিঃশ্বাস ছাড়ি
আর শ্বাস নিই অস্ফুটস্বরে;
আমাদের শ্বাসরুদ্ধকর স্বপ্নের যবনিকাপাতে
আমরা তলিয়ে যাই একটু একটু করে।

আপনার মন্তব্য