বাংলা একাডেমির নতুন মহাপরিচালক মোহাম্মদ আজম

 প্রকাশিত: ২০২৪-০৯-০৬ ০০:৪৬:২২

সিলেটটুডে ডেস্ক:

বাংলা একাডেমির নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও লেখক মোহাম্মদ আজম। তিনি অধ্যাপক মো. হারুন-উর-রশীদ আসকারীর স্থলাভিষিক্ত হচ্ছেন।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় এ প্রজ্ঞাপন জারি করে।

এতে বলা হয়, অধ্যাপক ড. মোহাম্মদ আজমকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছর মেয়াদে এ নিয়োগ দেওয়া হয়েছে।

অধ্যাপক মোহাম্মদ আজম জানান, বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়ার চিঠি পেয়েছেন। এখন বিশ্ববিদ্যালয়ে কিছু প্রক্রিয়া আছে, সেগুলো সম্পন্ন করে রোববার নতুন দায়িত্বে যোগ দেবেন।

মোহাম্মদ আজমের জন্ম ১৯৭৫ সালের ২৩ আগস্ট নোয়াখালীর হাতিয়ায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। এরপর বাংলা ভাষার উপনিবেশায়ন ও বিউপনিবেশায়ন নিয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

তার উল্লেখযোগ্য বইসমূহ হলো- ‘বাংলা ভাষার উপনিবেশায়ন ও রবীন্দ্রনাথ’, ‘বাংলা ও প্রমিত বাংলা সমাচার’, ‘হুমায়ূন আহমেদ: পাঠপদ্ধতি ও তাৎপর্য’, ‘নির্বাচিত কবিতা: সৈয়দ আলী আহসান’ (সম্পাদিত), ‘কবি ও কবিতার সন্ধানে’।

আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১০ আগস্ট ব্যক্তিগত কারণ দেখিয়ে বাংলা একাডেমির মহাপরিচালক পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক মো. হারুন-উর-রশীদ রশীদ আসকারী।

আপনার মন্তব্য