আহবাব চৌধুরীর ‘মুক্ত মনের ভাবনা’ বইয়ের মোড়ক উন্মোচন

 প্রকাশিত: ২০২৪-০১-২৪ ১৪:২৩:১৫

রুমেল আহসান, ফেঞ্চুগঞ্জ:

লেখালেখি মানুষ নিজের তাড়নায় করে। কেউ লেখেন সামাজিক দায়বদ্ধতা থেকে, কেউ লেখেন মনের আনন্দে। লেখক আহবাব চৌধুরী খোকন মনের আনন্দে সরল অভিব্যক্তি প্রকাশের কবি। এমন মন্তব্য বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে করেছেন বক্তারা।

বক্তারা লেখক সম্পর্কে বলেন, লেখার হাত তার অনেক আগে থেকেই ভালো ছিল। জীবনের বেশিরভাগ সময়টা কাটিয়েছেন আমেরিকায়। তার লেখার মধ্যে সারল্যের প্রাধান্যই বেশি।

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় যুক্তরাষ্ট্র প্রবাসী আহবাব চৌধুরী খোকনের লেখা 'মুক্ত মনের ভাবনা' বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকালে ফেঞ্চুগঞ্জ উপজেলা সদরের একটি কমিউনিটি সেন্টারে এসএসসি-৮৬ ব্যাচের সিলেট বিভাগীয় কমিটি এ অনুষ্ঠান করে।

ব্যাচের বিভাগীয় কমিটির আহ্বায়ক আতাউর রহমান ও ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব আব্দুল্লাহ সামছুজ্জামান দিনারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। প্রধান বক্তার বক্তব্য দেন লেখক ও কবি আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথির বক্তব্য দেন লেখক কবি সেলিম আউয়াল, সিলেট জেলা পরিষদের সদস্য নাহিদ হাসান চৌধুরী, কবি শিউল মনজুর, কবি নাইমা চৌধুরী, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন পাপ্পু, এসএসসি-৮৬ ব্যাচ সিলেট বিভাগের সদস্য সচিব মনসুর আলম টিপু, হৃদয়ে ফেঞ্চুগঞ্জ অনলাইন গ্রুপের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সেলিম আহমদ, এসএসসি-৮৬ ব্যাচের উপজেলা সভাপতি বুরহান উদ্দিন ও কবি সোহেনা আক্তার হেনা প্রমুখ।

২০১৮ সালে আহবাব চৌধুরী খোকনের প্রথম বই 'কালের ভাবনা' প্রকাশ করেছিল ঢাকার উৎস প্রকাশনী। সে সময় বইটি পাঠকপ্রিয়তা পেয়েছিল। বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলায় সিলেটের কৈতর প্রকাশনী বের করেছিল তার ১৩ ফর্মার চমৎকার একটি ভ্রমণ কাহিনী মূলক বই 'জিরো পয়েন্ট'। বইটির ভূমিকা লিখেছিলেন বাংলা একাডেমির পুরস্কার প্রাপ্ত ভ্রমণকাহিনী লেখক ও টিভি অনুষ্ঠান নির্মাতা শাকুর মজিদ।

আপনার মন্তব্য