
প্রকাশিত: ২০২৫-০৭-১০ ১২:২০:৩৭
মাসুদ পারভেজ রূপাই:
আমি তোমার কাছে যতবার আসি,
ঘুরেফিরে যখনি আসি, প্রতিবারই একটা শূন্য আবিষ্কার করি।
আমি যে শূন্যে বাস করি সেটা তোমার কাছে এসে ভরাট করি।
আর ফিরে যাই রাজ্যের ভালোবাসা বোঝাই করে।
বারবার ফিরে আসি, বারবার ফিরে যাই...
আসা-যাওয়ার মাঝে নিষ্পলক চোখে তোমায় দেখি আর
তোমার ভালোবাসার ওজন আপন বাটখারায় মাপি।
আমি বারবার আসি, আমি বারবার ফিরে যাই
আসা-যাওয়ার অবসরে তোমায় ভালোবেসে যাই-
শুধু তোমায় ভালোবাসে যাই।
আপনার মন্তব্য