
প্রকাশিত: ২০২৪-০৬-০৬ ১০:২৮:১৮
মাসুদ পারভেজ:
আমার শরীরে রক্তের দাগ নিয়ান্ডারথালদের
আমার শরীরে রক্তের দাগ রেড ইন্ডিয়ানদের
মাউরীদের তাড়িয়ে নতুনভূমির দেশ নিউজিল্যান্ড
আমার শরীরে রক্তের দাগ লেগে আছে মানুষের
আমার শরীরে রক্তের দাগ আমাজনের
ফুসফুসের বুকচিরে বের করা প্রকৃতির প্রাণ
রসেগন্ধে নিরন্তর মাতলামি
ধীরে ধীরে ধ্বংস করা সুন্দরবন
আমার রক্তাক্ত হাত
বুকের ভেতর শূন্য করা বনজঙ্গল
উৎসবে বিরহী আয়োজন
বুকপকেটে মনরোকে রেখে
নষ্ট যত ফাঁদে আটকে যাচ্ছে আমাদের স্বজন
আমার অবিনাশী চোখ
মরণ সেখানে আটকে যায় হরিণীর মতো মুখ
হুক্কাহুয়া ডেকে যায় ধূর্ত শেয়াল
বাগাড়ম্বরে কেঁদে মরে উদাসী বিলাপ
মুখ তার অবিশ্রান্ত ঝিঁঝিঁ পোকাদের দল
আমার হাত না কাঁপানো চৌকস
মলিন হয়ে যাওয়া মসলিন
সোনালি আঁশের খাঁজে সঁপে দিলে বরণডালা
পাখিগুলো আজ বিরামহীন
আসা-যাওয়ার নিত্যনতুন পরিভাষা
প্রণয়নের আঙ্গুল হেলানো সন্ধ্যায়
আমার বুক হন্য হয়ে খুঁজে
খুন করার নেশা আমাকে পেয়ে বসে
আমি এক খুনি
দিগন্তের ভাগ নিতে চাওয়া এক (বীরপুরুষ)
আমাকে অর্ঘ্য দিয়ো এক টুকরো বাকলে
ফুলে-ফুলে খুন করে ফেলি আমি
আমি এক রুপোর সহিস
আমি যাযাবর
নিরন্তর খুন করে চলি
আমার হাতে লেগে আছে মানুষের রক্ত
আমি চোষাপ্রাণ
ইত্যবসরে লিখে যাই আমার করুণতম প্রস্থান।
আপনার মন্তব্য