অলক্ষ্য কষ্ট

 প্রকাশিত: ২০২৫-০৮-১৪ ১৩:০৮:৫৫

আয়াজ আহমদ বাঙালি:

শব্দগুলো মুখ ফিরিয়ে নিয়েছে,
ধুলো জমা খালি ঘর...
বুকের মাঝে যুদ্ধ চলছে।
যার নাম এবং মানচিত্র কোনোটাই নেই।
আছে হার মানার ক্লান্তি,
যেটা কেউ বুঝবে না।

সবাই ভাবে সব কিছু ঠিক!
মৃদু হেসে আমিও বলি— হ্যাঁ, ঠিক!
কিন্তু এই হাসি ছাড়া কেউ জানে না,
ভেতরে ভেতরে কতোটা ভাঙা,কতোটা ক্ষত...!

আসমানটাও আজ একা
সূর্য নেই,
তার অবস্থাও বুঝি আমার মতো...!
মনখারাপ নিয়ে অন্ধকারের মধ্যে বসে আছে।

মনটা যেন একটা বন্ধ ঘর;
যেখানকার সদস্য পুরনো কথার ধুলো,
অতীতের অব্যক্ত বিষাদ,
নেই উষ্ণ আলো,
নেই আগলে ধরা কাঁধও!

কোনোমতে বেঁচে আছি,
খুব কষ্টে নিঃশ্বাস নিচ্ছি!
এই অগোছালো দিনগুলো...
কাল কি ঠিক হবে?
ঝলমলে সূর্য হাসবে তো?
এগুলো নাও হতে পারে।

তবু লিখে রাখি...
নিজেকে বোঝাই মনখারাপের ভাষা বাঁচিয়ে রাখি!

আপনার মন্তব্য