প্রকাশিত: ২০২৫-১২-২৯ ১৬:৫৮:৫১
মাসুদ পারভেজ রূপাই:
প্রেমাষ্পদের রক্ত আমাকে পান করেছে আকণ্ঠ
অতঃপর মিশেছি উপাসনালয়ের নিঃশ্বাসে
উড়েছি শ্বাপদ এড়িয়ে শাদামেঘের ডানায়
বিষাদ ভর করা বাতাসের কানে দিয়েছি মন্ত্র,
যাতনার যত যাপন আমি করেছি রুদ্ধ!
আমি হেসেছি সময়ের নিঃসৃত চোরাবালিতে
অতিথি সৎকারের মতোন হয়েছি পরম মমতার
আনন্দ আমাকে আনন্দ দিয়েছে বলে:
আমি রেখেছি চোখ দূরত্বের নিকটে!
আমার অভিলাষ, নিঃশব্দ বেদনার সারাৎসার
হারিয়েছি প্রিয়, মিশেছে ধুলাবালির সাথে
আজ রিক্ত হয়ে ধূসর পাণ্ডুলিপির আয়োজন:
আমাকে মৃত্যু এনে দাও, আমার মুক্তি আসুক সগৌরবে, বাজুক বীণা নিঃসংকোচে।
আপনার মন্তব্য