প্রকাশিত: ২০২৫-১২-৩০ ১৪:৩৫:২৫
মোহাম্মদ আব্দুল হক:
জীবন হাসবে কাঁদবে নাচবে গাইবে
আলোআঁধারির রহস্যময়তার ঘরে
মৃত্যু আসুক নির্ভয়ে নিশ্চয় নিশ্চুপে
নির্ভরতার নিরবতায় পালকিতে চড়ে।
এখানে সবাই ঘুমায়
জীবন ঘুমায়—বর্ণাঢ্য আয়োজন শেষে।
চাঁদের ঘুম আসে
ধবল চাঁদ ঘুমায়—প্রস্তুতির পালা শেষে।
সূর্যের ঘুম আসে বিরাট আয়োজনে
পাখিদের ঘরে ফেরার ডানার ঝাপটায়।
এখানে জীবনের হাজার আয়োজন
মৃত্যুর আয়োজনের নাই প্রয়োজন।
মৃত্যু ঘুমায় নিথর—শব্দহীন আঙ্গিনায়
মৃত্যু ঘুমায়—শব্দহীন পথে—নিস্তব্ধতায়।
আপনার মন্তব্য