প্রকাশিত: ২০২১-০৩-১৬ ১৬:৪০:৫১
সিলেটটুডে ডেস্ক:
যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক, কলামিস্ট জুয়েল সাদতের কবিতার বই ‘সাদা মার্জিন’ প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশ করেছে দোয়াঁশ প্রকাশন। সাদা মার্জিন জুয়েল সাদতের কবিতা বিষয়ক তৃতীয় প্রকাশনা।
করোনাকালীন জীবনের নানা টানাপোড়নকে উপজীব্য করা একাধিক কবিতা স্থান পেয়েছে বইটিতে। বইয়ের ৪২টি কবিতার সাথে কবির ৪২টি ছবি
জুয়েল সাদতের প্রকাশিত বইয়ের সংখ্যা ছয়।
বইটির বিপণনে রয়েছে রকমারি, বই বাজার, নিঁর্বাচিত, কানাকাছি। যে কেউ দেশের যে কোন প্রান্ত থেকে রকমারী বা বই বাজারে অর্ডার করতে পারেন। বিশেষ ছাড়ে ১১৩ টাকায় বইটি পাওয়া যাচ্ছে। বইয়ের রয়ালিটি-চ্যারিটি ‘সাদাত ফাউন্ডেশনে’ দানকৃত। বইয়ের জন্য যোগাযোগ- ০১৬২৬ ১০৮০২৮।
আপনার মন্তব্য