সাইদুর রহমানের ‘আড়ালের কাব্য’ বইমেলায়

 প্রকাশিত: ২০২১-০৪-০৩ ১৯:৪৮:৩৪

 আপডেট: ২০২১-০৪-০৩ ২০:০১:০২

নিজস্ব প্রতিবেদক:

সমাজকর্মী ও রক্তযোদ্ধা সাইদুর রহমানের দ্বিতীয় কবিতার বই ‘আড়ালের কাব্য’ বেরিয়েছে অমর একুশে বইমেলায়।

বুধবার (৩১ মার্চ) বেলা ৩টার দিকে অমর একুশে গ্রন্থমেলায় এ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

বইটি পাওয়া যাচ্ছে বইমেলায় সাহিত্যদেশ প্রকাশনীর ৭৩-৭৪ নং স্টলে। এছাড়া রকমারি ডটকমেও অর্ডার করা যাচ্ছে বইটি। আড়ালের কাব্য'র প্রচ্ছদ করেছেন সোহানুর রহমান অনন্ত।

বইটির দাম রাখা হয়েছে ১৬০ টাকা। মেলা উপলক্ষে ২৫ শতাংশ ছাড়ে বইটি বিক্রি করছে সাহিত্যদেশ।

 

আপনার মন্তব্য