প্রকাশিত: ২০২২-০২-১৭ ২২:১৪:৪৩
নিজস্ব প্রতিবেদক:
অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে কবি তুষার গায়েনের চতুর্থ কবিতার বই ‘কাটা করোটির ছায়াপথে’।
বইটি প্রকাশ করেছে ভিন্নচোখ। প্রচ্ছদ করেছেন কবি নিজেই।
‘কাটা করোটির ছায়াপথে’ বইটি পাওয়া যাচ্ছে গ্রন্থমেলার ভিন্নচোখ প্রকাশনা সংস্থার ৫৩৩ নং স্টলে।
বইটির মূল্য রাখা হয়েছে ২০০ টাকা। অনলাইনে বইটি পাওয়া যাচ্ছে রকমারি ডটকমের ওয়েবসাইটে।
কবি তুষার গায়েন সাবেক সোভিয়েত ইউনিয়নের ‘দ্য ওডেসা স্টেট একাডেমি অব সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেকচার, ইউক্রেন’ থেকে স্থাপত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন, এবং স্থপতি হিসেবে দীর্ঘদিন বাংলাদেশে কাজ করেন। এরপর তিনি কানাডায় অভিবাসী হওয়ার পর যুক্তরাষ্ট্রের ‘দ্য নিউ ইয়র্ক সিটি কলেজ অব দ্য সিটি ইউনিভার্সিটি’ থেকে আরবান ডিজাইনে মাস্টার্স অর্জন করেন।
‘কাটা করোটির ছায়াপথে’ তার চতুর্থ কবিতার বই। এরআগে ‘নীলভবহ্রদ’, ‘বৃষ্টির অন্তর ত্রাস’ ও ‘দ্বিমেরুযোজন’ নামের তিনটি কবিতার বই প্রকাশ হয়েছিল তার।
এছাড়াও তার প্রকাশিত অন্য গ্রন্থগুলোর মধ্যে আছে- প্রবন্ধের বই ‘বাংলা কবিতা: অধুনান্তিকতার অভেদ সন্ধান’ যা প্রকাশিত হয়েছিল ২০১৯ সালে। কলকাতা থেকে প্রকাশিত অধুনান্তিক বাংলা কবিতার অনুবাদ সংকলন Postmedern Bangla Poetry 2003 যৌথভাবে সম্পাদনা করেছেন কবি সমীর রায়চৌধুরী ও কবি কামরুল হাসান।
আপনার মন্তব্য