একুশে গ্রন্থমেলায় ইয়াহইয়া ফজলের উপন্যাস ‘পরানে পড়িয়াছে টান’

 প্রকাশিত: ২০২৩-০২-২৬ ২০:২৮:৫২

নিজস্ব প্রতিবেদক:

একাত্তরে সিলেট অঞ্চলের রণাঙ্গণকে উপজীব্য করে লেখা সাংবাদিক ইয়াহইয়া ফজলের উপন্যাস ‘পরানে পড়িয়াছে টান’ বইমেলায় প্রকাশিত হয়েছে।

আজ রোববার (২৬ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির অমর একুশে গ্রন্থমেলায় উপন্যাসটি এসেছে বলে জানিয়েছেন প্রকাশনা সংস্থা চৈতন্যর প্রকাশক রাজীব চৌধুরী।

বইটির প্রচ্ছদ করেছেন খ্যাতিমান প্রচ্ছদশিল্পী দ্রুব এষ। অলংকরণ করেছেন নাওয়াজ মারজান।

প্রকাশনা সংস্থা চৈতন্য স্বত্ত্বাধিকারী রাজীব চৌধুরী জানান, যুদ্ধ ও প্রেমের এই আখ্যানটি সিলেট অঞ্চলের মুক্তিযুদ্ধকে দেখার শৈল্পিক প্রয়াস। প্রথম দিন থেকেই বইমেলায় বইটির প্রতি পাঠকদের আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

তিনি জানান, ছয় ফর্মার বোর্ডবাধাই এ বইটির মূল্য রাখা হয়েছে তিনশো টাকা। একুশে বইমেলায় চৈতন্যের স্টল ছাড়াও সিলেটের বাতিঘরে পাওয়া যাবে বইটি।

সাংবাদিক ইয়াহইয়া ফজল দৈনিক কালের কণ্ঠের সিলেট ব্যুরো প্রধান ও সিলেট প্রেসক্লাবের সাবেক সহসাধারণ সম্পাদক। ইতোপূর্বে চৈতন্য থেকে প্রকাশিত হয়েছে তার বই ‘আমৃত্যু নেলসন ম্যান্ডেলা’ পাঠকদের কাছে সমাদৃত হয়েছে।

আপনার মন্তব্য