প্রকাশিত: ২০২২-০২-১৮ ০২:৫৪:৪০
নিজস্ব প্রতিবেদক:
অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে শাহরিয়ার শাকিবের বই ‘কয়েকটি সন্ধ্যাতারা’।
বইটি প্রকাশ করেছে মাছারাঙা প্রকাশন। গ্রন্থমেলার লিটল ম্যাগাজিন চত্বরে।
বইটির মূল্য রাখা হয়েছে ১৭০ টাকা। ৩০ শতাংশ ছাড়ে মাত্র ১১৯ টাকায় অনলাইনে বইটি পাওয়া যাচ্ছে মাছরাঙা প্রকাশনের ফেসবুক আইডিতে।
‘কয়েকটি সন্ধ্যাতারা’ শাহরিয়ার শাকিবের প্রথম গল্পগ্রন্থ। এরআগে যৌথভাবে তার দুটি কবিতার বই প্রকাশিত হয়েছিল।
মাহবুব আমাকে স্বপ্ন দেখিয়েছে আমাদের একটা সংসার হবে। একটা পুতুলের মত বাচ্চা হবে। এসব আজ শুধু স্বপ্ন। স্বপ্ন সত্যি হয়, তবে আমার এই স্বপ্ন কখনো আর সত্যি হবে না। আজকের পর থেকে আমার নাম আর শাহেনা থাকবে না। আমার নতুন নাম বেশ্যা। নতুন ঠিকানা যৌনপল্লি। কেউ আর জানবে না, জানতে চাইবে না আমার নাম কী ছিল। আচ্ছা, একটা মানুষের মূল্য কত? এই প্রশ্ন বোধহয় আজন্ম থেকে যাবে অজানা। যৌনপল্লি নারীরা বেশ্যা হলে যে পুরুষ নারীকে বেশ্যা করে সে কী হয়? আমাদের রক্তাক্ত দেহ আর শব্দহীন কান্নার দায়ভার কে নেবে? মাহবুব নেবে? আপনি নেবেন? এভাবে আমার মতো কত শত নারী শাহেনা থেকে আজ হয়ে গেছে বেশ্যা।
এরকম আরও কিছু হৃদয়গ্রাহী গল্পের দেখা মিলবে শাহরিয়ার শাকিবের ‘কয়েকটি সন্ধ্যাতারা’ নামের গল্পগ্রন্থে।
আপনার মন্তব্য