শিশুদের হাতে মোবাইল না দিয়ে বই দিন: জাফর ইকবাল

 প্রকাশিত: ২০২৩-০২-০৩ ২০:০১:১৮

সিলেটটুডে ডেস্ক:

অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, বাচ্চাদের হাতে মোবাইল না দিয়ে বই তুলে দিন। এখন অভিভাবকরা দেখি বাচ্চাদের খাওয়ার সময় মোবাইল হাতে দিয়ে খাওয়ান। তাদের হাতে বই দিন, মোবাইল দেবেন না।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বইমেলায় সিসিমপুর আয়োজিত শিশু প্রহরের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বাচ্চাদের বই পড়ানোর আহ্বান জানিয়ে জাফর ইকবাল বলেন, অনেক বাচ্চাদের দেখা যায় তাদের বুদ্ধিমত্তা কম। এটার কারণ তাদের বই না পড়া। অভিভাবকদের বলব, আপনারা বাচ্চাদের হাতে মোবাইল না দিয়ে বই তুলে দিন।

এবারের বইমেলায় শিশু প্রহরের আয়োজন করেছে সিসিমপুর। শুক্রবার বেলা সাড়ে তিনটায় শিশুপ্রহরের সিসিমপুর মঞ্চ উদ্বোধন করেন শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল। উদ্বোধনের পরে একে একে মঞ্চে আসেন সিসিমপুরের টুকটুকি, হালুম, ইকরি, শিকু। এরআগে সকাল ১১ টায় শিশুপ্রহরের উদ্বোধন করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহাম্মদ নূরুল হুদা।

শিশুপ্রহরের উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল শিশুদের মাঝে এসে গল্প পড়ে শোনান।

প্রতি শুক্র ও শনিবার সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত শিশুপ্রহর চালু থাকবে। আর শিশুপ্রহরের সিসিমপুরের মঞ্চ তিনটি পর্বে চালু থাকবে। সকাল সাড়ে ১১টা, বিকাল সাড়ে তিনটা আর সন্ধ্যা সাড়ে ছয়টায়।

আপনার মন্তব্য