প্রকাশিত: ২০২২-০৩-১১ ২৩:৪৯:৫৬
নিজস্ব প্রতিবেদক:
অমর একুশে গ্রন্থমেলায় ২০২২-এ প্রকাশিত হয়েছে শিল্প-সাহিত্যের ত্রৈমাসিক অনুপ্রাণন-এর দশ বৎসর পূর্তি এবং একাদশ বর্ষ প্রথম সংখ্যা। এই সংখ্যাটি ‘কবি ও কবিতা সংখ্যা-প্রথম পর্ব’ শিরোনামে একটি বিশেষ সংখ্যা হিসেবে প্রকাশিত হয়েছে।
শুক্রবার (১১ মার্চ) বিকালে গ্রন্থমেলার লিটল ম্যাগ চত্বরে বিশেষ এই সংখ্যার মোড়ক উন্মোচন করেন কবি অসীম সাহা।
অনুপ্রাণনের সম্পাদক ও প্রকাশক আবু এম ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন কবি মোহাম্মদ হোসাইন, কবি কুমার দীপ, কবি সৈয়দ ওয়ালী, অনুপ্রাণন সম্পাদনা পরিষদের সদস্য কথাসাহিত্যিক সোলায়মান সুমন, কবি সরদার ফারুক।
সংখ্যাটিতে বাংলাদেশের নির্বাচিত ২৭ জন কবির জীবনী, প্রকাশনা, পুরস্কার ও সম্মাননা, কবির কয়েকটি উল্লেখযোগ্য কবিতা এবং আলোচনা নিবন্ধ স্থান পেয়েছে।
১৫০ টাকা দামের অনুপ্রাণনের বিশেষ এই সংখ্যাটি পাওয়া যাচ্ছে অমর একুশে গ্রন্থমেলার লিটল ম্যাগ চত্বরের ঘ-সারিতে ৭২ নং স্টলে এবং ৬৩-৬৪, কনকর্ড এম্পোরিয়াম শপিং কমপ্লেক্সে, কাটাবনে অবস্থিত অনুপ্রাণনের প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্রে। এছাড়া ঘরে বসে বইটি সংগ্রহ করতে চাইলে অর্ডার করা যাবে অনলাইনে।
আপনার মন্তব্য