গ্রন্থমেলায় আলমগীর শাহরিয়ারের বই ‘নগ্ন পায় হেঁটে যায় বাংলাদেশ’

 প্রকাশিত: ২০২২-০২-১৭ ২২:৫৭:৪৬

নিজস্ব প্রতিবেদক:

অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে কবি ও গবেষক আলমগীর শাহরিয়ারের কবিতার বই ‘নগ্ন পায় হেঁটে যায় বাংলাদেশ’।

বইটি প্রকাশ করেছে চৈতন্য। প্রচ্ছদ করেছেন নির্ঝর নৈঃশব্দ।

‘নগ্ন পায় হেঁটে যায় বাংলাদেশ’ বইটি পাওয়া যাচ্ছে গ্রন্থমেলার চৈতন্য প্রকাশনা সংস্থার ৫৭৬-৫৭৭ নং স্টলে।

বইটির মূল্য রাখা হয়েছে ১৬০ টাকা। অনলাইনে বইটি পাওয়া যাচ্ছে রকমারি ডটকমের ওয়েবসাইটে।

‘নগ্ন পায় হেঁটে যায় বাংলাদেশ’ আলমগীর শাহরিয়ারের দ্বিতীয় কবিতার বই। এরআগে ২০২০ সালে তার প্রথম কবিতার বই ‘নিদাঘ দিনের গান’ প্রকাশিত হয়েছিল। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি উপলক্ষে প্রকাশিত হয়েছিল তার গবেষণা গ্রন্থ ‘রবীন্দ্রনাথ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও উপমহাদেশে সাম্প্রদায়িকতা’। বইগুলো ব্যাপক পাঠকপ্রিয়তা পেয়েছিল।

আলমগীর শাহরিয়ারের জন্ম সুনামগঞ্জের ছাতকে। সিলেট সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ঢাবির একজন কৃতি বিতার্কিক ও সংগঠক। সাংবাদিকতাও করেছেন। একাধিক আন্তর্জাতিক প্রতিষ্ঠানে তিনি গবেষণা-সহযোগী হিসেবে কাজ করেছেন। তিনি বর্তমানে বিশ্বসাহিত্য কেন্দ্রে ঢাকায় কর্মরত।

সিলেটটুডে টোয়েন্টিফোরসহ তিনি বিভিন্ন অনলাইন ও মুদ্রিত সংবাদপত্রে লেখালেখিও করেন আলমগীর শাহরিয়ার। একজন তরুণ লেখক হিসেবে তিনি বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে লন্ডনের Tower Hmalets Council-এর Brady Arts Centre আয়োজিত Freedom and Independence Theatre Festival 2021-এর Youth Writing Project-এ অংশ নিয়েছেন।

আপনার মন্তব্য