সালাহ উদ্দিন শুভ্রর রাজনৈতিক উপন্যাস ‘অন্যমনস্ক দিনগুলি’

 প্রকাশিত: ২০২১-০৪-১১ ০১:৫১:২৬

সিলেটটুডে ডেস্ক:

এক-এগারর অরাজনৈতিক সরকারের সময়কার ঘটনবালি নিয়ে লেখা উপন্যাস ‘অন্যমনস্ক দিনগুলি’। অবরুদ্ধ সেই সময়ের রাজনৈতিক পরিবর্তন, রাজনৈতিক নেতা ও পরাক্রমশীল ব্যবসায়ীদের অবস্থা, অবরুদ্ধ সময়ের অলিগলিতে বেঁচে থাকা ব্যক্তি মানুষের প্রেম, সম্পর্ক, যৌনতার টানাপড়েন নিয়ে টানটান উপন্যাসটি লিখেছেন কথাসাহিত্যিক সালাহ উদ্দিন শুভ্র।

উপন্যাস বিষয়ে লেখক বলেন, ‘বাংলা উপন্যাসের নতুন একটি ভঙ্গিকে আমি এ উপন্যাসে হাজির করতে চেয়েছি। আমরা যাকে ইতিহাস বলি তা আসলে বর্তমানেই বিরাজ করে। এটি আমরা সবচেয়ে বেশি বুঝতে পারব, এক-এগারর যে রাজনৈতিক জের তা বর্তমান সময়ে এসেও আমরা বুঝতে পারি। উপন্যাসটাকেও সেভাবে সাজানো হয়েছে’।

প্রকাশক মো. মাকসুদ বলেন, ‘রাজনৈতিক পটপরিবর্তনের সময়ে ব্যক্তি বা সমাজ হিসেবে মধ্যবিত্তের অবস্থাটা উপন্যাসে বুঝতে পারা যায়’।

বইমেলা ২০২১-এ বইটি প্রকাশ করেছে হাওলাদার প্রকাশনি। প্রচ্ছদ করেছেন আনিসুজ্জামান সোহেল। ‘অন্যমনস্ক দিনগুলি’পাওয়া যাচ্ছে রকমারিতে। ২৫ শতাংশ কমিশনে বইটির দাম ১৯০ টাকা।

আপনার মন্তব্য