রহিম আব্দুর রহিমের বই ‘গুণ আদর্শের বরপুত্র বঙ্গবন্ধু শেখ মুজিব’

 প্রকাশিত: ২০২২-০৩-০৬ ২৩:৫৪:৩৮

নিজস্ব প্রতিবেদক:

মাঠে-ময়দানে, সুর-সংগীতের, ধর্ম-দর্শনে, সততা-নিষ্ঠা, ভ্রমণ পাঠে কোথায় নেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমনের সরব উপস্থিতি? শৈশব-কৈশোরকাল থেকে যাঁর গুণাবলীর আঁখরে সমৃদ্ধ হয়েছেন গোটা জাতি। বঙ্গবন্ধুর শত-সহস্র সম্মোহনী গুণাবলীর একটি প্রাঞ্জল শব্দচিত্র লেখক রহিম আব্দুর রহিম ‘গুণ আদর্শের বরপুত্র বঙ্গবন্ধু শেখ মুজিব’ গ্রন্থে তুলে এনেছেন। যা অত্যন্ত সহজ-সাবলীল ভাষায় উপস্থাপিত।

৩৮টি প্রবন্ধসহ এই গ্রন্থে স্থান পেয়েছে, বঙ্গবন্ধুর উক্তি, বিশিষ্টজনদের বিশ্লেষণ এবং জ্ঞান-জিজ্ঞাসায় বঙ্গবন্ধুর মৌলিক পরিচয়।

গ্রন্থটির প্রকাশক অভিযান, যার প্রচ্ছদ করেছেন অবিনাশ আচার্য। মূল্য ২৫০ টাকা। একুশের গ্রন্থমেলায় বইটি পাওয়া যাচ্ছে অভিযান প্রকাশনার ৩৫৪ নম্বর স্টলে।

এছাড়াও বইটি পাওয়া যাবে পাঠক সমাবেশ, বাতিঘর, বেঙ্গল বই; ঢাকা এবং অভিযান পাবলিশার্স, ১০/২ এ রমানাথ মজুমদার স্ট্রিট কলকাতা; ভারত।

আপনার মন্তব্য