গ্রন্থমেলায় মাজেদ আহমদের বই ‘জলপাই রঙের বেদনা’

 প্রকাশিত: ২০২২-০২-১৭ ২১:২৫:২০

 আপডেট: ২০২২-০২-১৭ ২২:১০:৩২

নিজস্ব প্রতিবেদক:

অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে মাজেদ আহমদের কবিতার বই ‘জলপাই রঙের বেদনা’। এটা তার প্রথম কবিতার বই।

শিল্পী চারু পিন্টু প্রচ্ছদে বইটি প্রকাশ করছে বুনন প্রকাশন। পাওয়া যাচ্ছে গ্রন্থমেলার লিটল ম্যাগাজিন চত্বরের ৪৮ নং স্টলে।

বইটির মূল্য রাখা হয়েছে ১৫০ টাকা। অনলাইনে বইটি পাওয়া যাচ্ছে রকমারি ডটকমের ওয়েবসাইটে। এছাড়াও বইটি অর্ডার করা যাবে বুনন প্রকাশনের +৮৮০ ১৭১১ ৪৪৪ ৯২৮ নম্বরে।

‘জলপাই রঙের বেদনা’ বইটি সম্পর্কে মাজেদ আহমদ বলেন, আবেগ-অনুভূতি ও চিন্তার মাধ্যমে আন্দোলিত শব্দ প্রয়োগের ছান্দসিক কিংবা অনিবার্য ভাবার্থের বাক্য বিন্যাসে কয়েকটি কবিতা লিখার চেষ্টা করা হয়েছে এ বইয়ে।

তিনি বলেন, বিমর্ষ বুদ্ধিজীবীদের জন্যে নয়; এটা কিশোর তরুণ ও চিরতরুণ কিংবা পৃথিবীতে কবিতায় মগ্ন পাঠক যারা তাদের ভালো লাগতে পারে বইয়ে গ্রন্থিত কবিতাগুলো। এটা যদি হয় তবেই আমার শ্রম স্বার্থক হবে।

আপনার মন্তব্য