
প্রকাশিত: ২০২১-০৩-২২ ০১:০৭:১৬
নিজস্ব প্রতিবেদক:
একুশে বইমেলা উপলক্ষ্যে প্রকাশিত হয়েছে নতুন লেখক হিমাদ্রি শর্মার প্রথম বই ‘পাঁচমিশালি জীবন’। নন-ফিকশনধর্মী এই বইটি প্রকাশ করেছে চৈতন্য প্রকাশনী। বইমেলায় চৈতন্য প্রকাশনীর স্টলে পাওয়া যাবে বইটি। এছাড়া রকমারি ডটকমের মাধ্যমে ঘরে বসেই সংগ্রহ করা যাবে এ বই।
‘পাঁচমিশালি জীবন’ এর প্রচ্ছদ করেছেন দিপঙ্কর দাস। বইয়ের মূল্য রাখা হয়েছে ২৩০ টাকা। তবে রকমারিতে ২৫% ১৮৮ টাকায় বইটি পাওয়া যাচ্ছে। ঢাকা বইমেলার ৩৩২-৩৩৩ নং স্টলে বইটি পাওয়া যাবে।
বাতিঘরের সকল শাখায় পাওয়া যাচ্ছে বইটি।
আপনার মন্তব্য