প্রকাশিত: ২০২১-০৩-২২ ০১:১৯:৫৬
নিজস্ব প্রতিবেদক:
অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে তরুণ কবি রয়েল পালের কাব্যগ্রন্থ ‘রোদফুল বৃষ্টিফুল’। রয়েল দীর্ঘদিন ধরে কাব্যচর্চা করলেও বই প্রকাশ করেছেন কিছুটা দেরীতেই। অনেকটা রয়েসয়ে। এটিই তার প্রথম কাব্যগ্রন্থ।
‘রোদফুল বৃষ্টিফুল’ প্রকাশ করেছে চৈতন্য প্রকাশনী। মেলায় চৈতন্যের স্টলে পাওয়া যাচ্ছে বইটি। এছাড়া বাতিঘরের সকল শাখায় পাওয়া যাচ্ছে এটি। বইয়ের প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। বইয়ের দাম রাখা হয়েছে ১৬০ টাকা।
করোনার কারণে এবারের বইমেলা শুরু হয়েছে দেরীতে। ফেব্রুয়ারির বদলে মার্চে। তবে রয়েলের বই প্রকাশিত হয়েছে মেলার আগেই। ইতোমধ্যে সাড়াও মিলেছে প্রচুর। কবিতাপ্রিয় পাঠকদের প্রশংসা কুঁড়িয়েছে রয়েলের ‘রোদফুল বৃষ্টিফুল’।
"রোদ আর বৃষ্টির/মাঝামাঝি একটা রং আছে/এই রঙের নাম মন খারাপ।/ তোমার আমার মাঝামাঝি সম্পর্কের রংটাও তেমন"- এরকম নানা মিষ্টি প্রেমের-অপ্রেমের কবিতা রয়েছে বইটি জুড়ে।
পেশায় শিক্ষক রয়েল লেখালেখির পাশপাশি ছবি তোলায়ও পারদর্শী। ছবি তুলে ইতোমধ্যে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন পুরষ্কারে ভূষিত হয়েছেন।
আপনার মন্তব্য